সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম
শিক্ষক পরিচিতি
মোছাঃনিলুফা ইয়াছমিন
সহকারি শিক্ষক
পানিয়ালপুকুর খোলাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিশোরগঞ্জ,নিলফামারী।
পাঠ পরিচিতি
শ্রেণীঃতৃতীয়
অধ্যায়ঃ৩
পৃষ্ঠাঃ১৬
বিষয়ঃবাংলাদেশ ও বিশ্বপরিচয়
পাঠঃআমাদের অধিকার
পাঠ্যাংশঃসমাজে আমাদের অধিকার
শিখনফল
৩.১.২ শিশুদের কয়েকটি মৌলিক অধিকার উল্লেখ করতে পারবে।
চলো সোনামনিরা এখন একটি ভিডিও দেখি
সমাজে আমাদের বেঁচে থাকার জন্য কী কী অধিকার আছে ?
আমাদের অধিকার
শিক্ষা লাভের অধিকার
খাদ্যের অধিকার
বাসস্থানের অধিকার
চিকিৎসার অধিকার
নিরাপত্তা লাভের অধিকার
বস্ত্রের অধিকার
মৌলিক অধিকার
মানুষের বেঁচে থাকার জন্য যে অধিকার গুলো প্রয়োজন হয় সেগুলোকে মৌলিক অধিকার বলে।
খাদ্যের অধিকার
মানুষের প্রথম খাদ্য প্রয়োজন। কারণ খাদ্য ছাডা মানুষ বেঁচে থাকতে পারে না। তাই মানুষের প্রথম মৌলিক অধিকার খাদ্য।
পোশাকের অধিকার
মানুষের খাদ্যের পর পোশাক প্রয়োজন।তাই দ্বিতীয় মৌলিক অধিকার হল পোশাক।সব মানুষের পোশাক পাওয়ার অধিকার আছে।
বাসস্থান অধিকার
সব মানুষের একটি বাসস্থানের দরকার।আর এটি আমাদের মৌলিক অধিকার ।
চিকিৎসার অধিকার
চিকিৎসা লাভের অধিকার আছে সব মানুষের এটি একটি মৌলিক অধিকার যা বাংলাদেশের সব মানুষের পাওয়ার অধিকার আছে।
নিরাপত্তা লাভের অধিকার
এটিও একটি মৌলিক অধিকার। খাদ্য,পোশাক,বাসস্থান,
পোশাক,শিক্ষা্,চিকিৎসার পর নিরাপত্তার অবস্থান।সমাজের
সকল মানুষ সমান ভাবে পাবে এই অধিকার গুলো ।
শিক্ষা লাভের অধিকার
শিক্ষা একটি মৌলিক অধিকার যা সমাজের সকল মানুষের পাওয়ার অধিকার আছে।
জোড়ায় কাজ
পাঠ্য বইয়ের ১৬ পৃষ্ঠা বের করে পড়বে এবং জোড়ায় আলোচেনা করবে
এক জন একটি মৌলিক অধিকারের নাম বলবে অন্য জন তা খাতায় লিখবে।
মূল্যায়ন
খাদ্য ,বাসস্থা্ন,শিক্ষা,চিকিৎসা,পোশাক,নিরাপত্তা।
১। আমাদের মৌলিক অধিকার গুলোর নাম লিখ?
২। আমাদের সমাজে………টি মৌলিক অধিকার আছে।
৬টি
বাড়ির কাজ
প্রশ্নঃ সমাজে আমরা কী কী অধিকার ভোগ করি তা লিখে আনবে।
ধন্যবাদ