সূচনা /পরিচয়
অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র সাউ
অ্যাসোসিয়েট প্রফেসর
বাংলা বিভাগ
মালদা কলেজ, মালদা
সাহিত্য কী?
সাহিত্য = সহিত+ য (ভাবার্থে) বা সংযোগ/যোগাযোগ
অর্থাৎ সহিতের ভাব, মিলন, সহভাববিশিষ্ট
এই যোগ হল: বিশ্বপ্রকৃতি কবিহৃদয় সাহিত্য পাঠকসমাজ বিশ্বপ্রকৃতি
সাহিত্য কী?
সাহিত্য হল অনুকরণ (বহিঃপ্রকৃতি, মানব, মানবহৃদয়, মানবসমাজ ও মানবসংসার)
প্লেটো (৪২৭-৩৪৭ খ্রিঃপূঃ) এই অনুকরণ নির্ভর যাবতীয় শিল্পকে অস্বীকার করলেন।
অনুকরণনির্ভর কবিশিল্পী উন্মাদ, নকলবাজ
তাঁর কল্পিত রাষ্ট্রে কবিশিল্পীর কোনো স্থান নেই।
সাহিত্য কী?
অ্যারিস্টটল (৩৮৪-৩২২ খ্রিঃপূঃ) এর মতে, সমস্ত শিল্প সাহিত্য অনুকরণ, নানারূপ রীতি পদ্ধতির কারণে নানারূপ শিল্প তৈরি হয়।
সাহিত্য প্রকৃতির আর্শি নয় - রবীন্দ্রনাথ
সাহিত্য কী?
“বাহিরের জগৎ আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়া আর একটা জগৎ হইয়া উঠিতেছে। তাহাতে যে কেবল বাহিরের জগতের রস আকৃতি ধ্বনি প্রভৃতি আছে তাহা নহে; তাহার সঙ্গে আমাদের ভালো-লাগা মন্দ-লাগা, আমাদের ভয়-বিস্ময়, আমাদের সুখ-দুঃখ জড়িত, তাহা আমাদের হৃদয়বৃত্তির বিচিত্ররসে নানাভাবে আভাসিত হইয়া উঠিতেছে।” - রবীন্দ্রনাথ
সাহিত্য কী?
“সেই সত্য যা রচিবে তুমি,
ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি
রামের জনমস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।"
- রবীন্দ্রনাথ
সাহিত্য কী?
“সাহিত্য প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়”- রবীন্দ্রনাথ ঠাকুর
‘সাহিত্যের বিষয় মানব হৃদয় ও মানব চরিত্র”- রবীন্দ্রনাথ ঠাকুর
‘চিত্র এবং সংগীত ই সাহিত্যের প্রধান উপকরণ” - রবীন্দ্রনাথ
সাহিত্য কী?
‘প্রকাশই কবিত্ব’ - রবীন্দ্রনাথ
‘’কে কবি - কবে কে মোরে? ঘটকালি করি
শবদে শবদে বিয়া দেয় যেইজন,
সেই কি সে যমদমী?..........
সেই কবি মোর মতে, কল্পনাসুন্দরী
যার মনঃকমলেতে পাতেন আসন’’। -মধুসূদন দত্ত
সাহিত্যের উদ্দেশ্য কী?
“অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্বমানবের ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ”। - রবীন্দ্রনাথ
সাহিত্যের উদ্দেশ্য কী?
১. মানব চরিত্রের স্বরূপের অনুসন্ধান
২. সমাজ ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো
৩. নৈতিক ও দার্শনিক বিষয়কে প্রকাশ
৪. কাল ও বিবিধ সাহিত্যিক আন্দোলনকে প্রকাশ
৫. ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সময় ও সমাজকে দেখা
সাহিত্য পাঠের বৈশিষ্ট্য
১. ভাষা: আলংকারিক, প্রতীকবাদ ও শৈলীর ব্যবহার
২. বিষয়: চিরন্তন ভাব যেমন- প্রেম, দ্বন্দ্ব, পরিচয়
৩. গঠন: বর্ণনাত্মক, সংলাপধর্মী, ব্যাখ্যামূলক বা অন্য রীতি
সাহিত্যের রূপ
সাহিত্যের ভাষা
পদ্যভাষা
গদ্যভাষা সাধুভাষা
চলিত ভাষা(মান্যচলিত)
কথ্য ভাষা (আঞ্চলিক)
সাংকেতিক ভাষা
সাহিত্যের প্রকার/ধরন
সাহিত্য ও অনুভূতি
সমাপ্ত