1 of 3

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

বাংলা পাঠক্রম (সাম্মানিক)

তৃতীয় বর্ষ

পঞ্চম পত্র

বিষয়: বাংলা একাঙ্ক নাটক

শিক্ষক: ড. বিপ্লব চক্রবর্তী

সহকারী অধ্যাপক

বাংলা বিভাগ, মালদা কলেজ, মালদা, পশ্চিমবঙ্গ।

2 of 3

বাংলা একাঙ্ক নাটক

  • এক অঙ্ক পরিসরে সংক্ষিপ্ত কালসীমায় একটি সামান্য বিষয়ের নাট্যরূপ হল একাঙ্ক নাটক
  • একটি অঙ্কে একাধিক দৃশ্য থাকতে পারে। তবে দৃশ্য বিভাগ একাঙ্ক নাটকের ভাব ও গঠনসংহতির পক্ষে বাঞ্ছনীয় নয়।
  • একাঙ্ক নাটকে একটিমাত্র সংক্ষিপ্ত অথচ কৌতূহলোদ্দীপক কাহিনি দ্রুত গতিতে শীর্ষবিন্দু/ ক্লাইম্যাক্সে পৌঁছোয়।
  • একাঙ্ক নাটকে ছোটোগল্পের মতো স্বল্প কয়েকটি চরিত্র প্রাধান্য পায়। একাঙ্ক নাটকে চরিত্রের সমগ্র রূপ নয় কোনো একটি বিশেষ রূপ উদ্ভাসিত হয়।
  • একাঙ্ক নাটকের সংলাপ হয় অবান্তর কথামালা বর্জিত। যথার্থ, তীক্ষ্ণ, ঘণতাপ্রাপ্ত।
  • একাঙ্ক নাটকে স্থান-কাল-পাত্রের সামঞ্জস্য ঐক্য ও চরিত্র-সংলাপের গভীরতা ও সংযম নিবিড়তা অল্প সময়ের মধ্যেই পাঠক বা দর্শকের মধ্যে সত্যসন্ধান দেয়।
  • পূ্র্ণাঙ্গ নাটকের মতো ঘটনার ক্রমোন্মচন নয়। যবনিকা উত্তোলনের মুহূ্র্ত থেকেই কাহিনি দ্রুত ঘনসন্নিবিষ্ট হয়ে ক্লাইম্যাক্সে পৌঁছোয় এবং ক্লাইম্যাক্সের সঙ্গেসঙ্গেই তার গ্রন্থিমোচন/ রেসোলিউশন চলতে থাকে।
  • পূ্র্ণাঙ্গ নাটকের মতো একাঙ্ক নাটকও আদি-মধ্য-অন্ত্য সমন্বিত হয়।

3 of 3

বাংলা একাঙ্ক নাটকের উদাহরণ

  • রবীন্দ্রনাথ-- হাস্যকৌতুক
  • অচিন্ত্যকুমার সেনগুপ্ত-- নতুন তারা
  • প্রমথনাথ বিশী-- পাশ্চাত্যের আমি
  • শিবরাম চক্রবর্তী-- যখন তারা কথা বলবে
  • বনফুল-- শিবকাবাব
  • মন্মথ রায়-- মুক্তির ডাক, রাজপুরী
  • কিরণ মৈত্র-- বুদ্বুদ
  • রতনকুমার ঘোষ-- শেষ বিচার
  • গিরি শংকর-- শেষ সংলাপ
  • দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়-- পূর্ণগ্রাস
  • বিজন ভট্টাচার্য-- আগুন, জবানবন্দী
  • উৎপল দত্ত-- ঘুম নেই
  • বুদ্ধদেব বসু-- পাতা ঝরে যায়
  • নারায়ণ গঙ্গোপাধ্যায়-- ভাড়াটে চাই
  • মনোজ মিত্র-- পাখির চোখ