1 of 13

স্বাগতম

2 of 13

শিক্ষক পরিচিতি

এ, এন মাহমুদ শরীফ

প্রধান শিক্ষক

সরঞ্জাবাড়ী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কিশোরগঞ্জ, নীলফামারী।

3 of 13

এসো আমরা একটা ভিডিও দেখি।

4 of 13

পাঠ পরিচিতি

শ্রেণি- দ্বিতীয়

বিষয়- বাংলা

5 of 13

শিখনফল

এ পাঠ শেষে শিক্ষার্থীরা-

শোনা-

1.1.1- বাক্যে ও শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের ধ্বনি শুনে মনে রাখতে পারবে।

বলা-

1.1.1- শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের ধ্বনি স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।

পড়া-

1.3.1- যুক্তব্যঞ্জন পড়তে পারবে।

লেখা-

1.4.1- যুক্তব্যঞ্জন ভেঙ্গে লিখতে পারবে।

1.4.2- যুক্তব্যঞ্জন ব্যবহার করে শব্দ লিখতে পারবে।

6 of 13

সম্ভাব্য উত্তর-

গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি।

1) তোমাদের বাড়িতে কী কী পশু/পাখি আছে?

2) এ গুলো কোথায় পোষা হয়?

সম্ভাব্য উত্তর-

বাড়িতে, খাঁচায়, খামারে।

শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য নিম্নরুপ প্রশ্ন করব।

7 of 13

পাঠ ঘোষণা -

খামার বাড়ির পশুপাখি

পাঠ্যাংশ -

গ্রামের নাম সোনাইমুড়ি.........আর ভুসি খায়।

8 of 13

শিক্ষকের আদর্শ পাঠ

9 of 13

শিক্ষার্থীরা দলে, জোড়ায় ও একাকী পাঠ্যাংশটি অনুশীলন করবে।

10 of 13

গ+র-ফলা

গ্রাম-

গ্র

গ+(র-ফলা)

হাম্বা-

ম্ব

ম+ব

যুক্তবর্ণ ভেঙ্গে দেখি ও 1টি করে শব্দ তৈরি করি।

11 of 13

শিখনফল যাচাইয়ের জন্য নিম্নরুপ প্রশ্ন করব।

  1. গ্রামের নাম কী?
  2. গ্রামের পাশে কোন্ নদী?
  3. নদীর পাড়ে কার খামার?
  4. গাভী কেমন করে ডাকে?
  5. খামারের গরুগুলো কী খায়?

12 of 13

বাড়ির কাজ

তোমার জানা ৫টি পশুর নাম লিখে আনবে।

13 of 13

ধন্যবাদ