আপনি কি সাইবার অপরাধের শিকার?
সাইবার বুলিং, যেমন: ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোভাবে হয়রানি; যেকোনো অনলাইন আইডি/অ্যাকাউন্ট বেদখল (হ্যাকিং); মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানো (হ্যাকিং); ফোনে হুমকি; এটিএম কার্ডের পাসওয়ার্ড/তথ্য চুরি/হ্যাকিং; ইন্টারনেটে পর্নোগ্রাফি; যেকোনো অপপ্রচার ও অসামাজিক কার্যক্রম অথবা এ জাতীয় অন্য কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন?
সমাজে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে সেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। এ কাজকে এগিয়ে নিতে একটি জরিপ চলছে। আপনি সাইবার অপরাধের শিকার হলে জরিপে অংশ নিন। অন্যকেও মতামত দিতে উৎসাহিত করুন।
সিসিএ ফাউন্ডেশন আপনাকে নিশ্চিত করছে- আপনার অনুমতি ছাড়া আপনার পরিচয় কোথাও প্রকাশ হবে না। https://survey.ccabd.org -এই ঠিকানায় গিয়ে যেকেউ ফর্মটি পূরণ করার জন্য পাবেন।