রেজিস্ট্রেশন ফরম
আগামী ১৯ সেপ্টেম্বর সাইবার টিনস ফাউন্ডেশনের আয়োজনে এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহযোগিতায়  যশোর সফটওয়্যার টেকনোলজী পার্কে সকাল ০৯ঃ০০ টা হতে বিকাল ০৫ঃ০০ টা পর্যন্ত “নিরাপদ অনলাইনঃ সমতা, সহিষ্ণুতা ও সহমর্মিতায় গড়ি নতুন বাংলাদেশ” শীর্ষক  সম্মেলন অনুষ্ঠিত হবে । 

 ১ম পর্বঃ সকাল ১০টা হতে দুপুর ১ঃ০০টা প্যানেল ডিসকাশন "নতুন দিগন্তে বাংলাদেশঃ মৌলিক অধিকার হোক ইন্টারনেট

আলোচক হিসাবে থাকবেনঃ 

  • আবু সাইদ মোঃ কামরুজ্জামান- এনডিসি , মহাপরিচালক,জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ।
  • ড. মঈন জালাল চৌধুরী- সহকারী অধ্যাপক, ব্রাক ইউনিভার্সিটি
  • তাশরিফ খান- সংগীত শিল্পী ও সমাজ কর্মী।
  • দীপ্তি চৌধুরী- উপস্থাপক ও উন্নয়ন কর্মী
  • মাশরুর ইনান (কিটো ভাই)- অভিনয়শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর
  • মাহির সরওয়ার মেঘ- তরুণ অ্যাক্টিভিস্ট 
২য় পর্বঃ দুপুর ২ঃ০০টা হতে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত "তুমি কি সাহসী? নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা" 
  • ড. সৈয়দ মোঃ শেখ ইমতিয়াজ- অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ,  ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চৌধুরী মোঃ মোহাইমিন- ব্যবস্থাপক, ইউনিসেফ চাইল্ড হেল্পলাইন- ১০৯৮
  • সাদাত রহমান- প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাইবার টিনস 
  • সুবহা সাফায়েত সিজদা- শিশু সাংবাদিক ও সাইবার টিনস অ্যাম্বাসেডর




Email *
গত ফেব্রুয়ারিতে আমরা UNDP  এর সহযোগিতায় ৪০০ শিক্ষার্থী , ১০০ শিক্ষক অভিবাকদের নিয়ে নিরাপদ ইন্টারনেট সম্মেলন আয়োজন করেছিলাম। এই ভেনুতেই   “ নিরাপদ অনলাইনঃ সমতা, সহিষ্ণুতা ও সহমর্মিতায় গড়ি নতুন বাংলাদেশ” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। 
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy