বায়োলজি অলিম্পিয়াড মডেল টেস্ট-০৪
বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কমিটির আয়োজনে শুরু হতে যাচ্ছে জীববিজ্ঞান উৎসব-২০২৩। প্র্রতিবারের মতো এবছরও শিক্ষার্থীদের অংশগ্রহণে জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরোও সমৃদ্ধ করতে ভার্চুয়াল স্কুল আয়োজন করেছে বিষয়ভিত্তিক মডেল টেস্ট। প্রাথমিকভাবে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের আলোকে মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ক্যাটাগরিভেদে চূড়ান্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। মডেল টেস্ট সম্পর্কে:
১)বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের সিলেবাস অনুযায়ী এই মডেল কোষ বিদ্যার উপর ১০ টি প্রশ্ন দেওয়া আছে
২) প্রতিটি প্রশ্নের পয়েন্ট ০১, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না।
৩) উত্তর সাবমিট করার সাথে সাথে স্কোর দেখা যাবে।
৪) স্কোর যাচাই করার সময় উত্তর ও এর আলোকে ব্যাখ্যা পড়তে পারবে যা জ্ঞানকে সমৃদ্ধ করবে।
৫) নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করতে www.virtualschoolbd.org  তে যুক্ত থাক।
Sign in to Google to save your progress. Learn more
রকিব ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ডাক্তার তার দেহে প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ার কথা বলেছেন রক্তে প্লেটলেট কী এমন ভূমিকা পালন করে যার দরুণ ডাক্তার চিন্তিত?
1 point
Clear selection

বাবা-মা হতে সন্তান-সন্ততিতে জিনগত বৈশিষ্ট্য পরিবাহিত হয়। এর ফলে বাবা-মায়ের সাথে সন্তানের অনেক চারিত্রিক মিল পাওয়া যায়। জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তা সম্পর্কে নিচের কোনটি সত্য?

1 point
Clear selection

ওয়াটসন ও ক্রিক ডিএনএর গঠন নিয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার লাভ করেন। ডিএনএ এর গঠনের ক্ষেত্রে নিচেরা কোনটি অবান্তর উপস্থাপন?

1 point
Clear selection

বর্তমানে বাহাড়ি বর্ণের গ্লাডিউলাস ফুল দেখা যায় বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে এমন দৃষ্টিনন্দন ফুল পাওয়া গেছে কিভাবে ফুলের রং পরিবর্তন করা যায়?

1 point
Clear selection
প্রোটিন তৈরীর জন্য নির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন হয় এই নির্দেশনার আলোকে রাইবোসোমে প্রোটিনের সংশ্লেষ ঘটে কোষের কোন অঙ্গাণু প্রোটিন তৈরীর নির্দেশনা দেয়?
1 point
Clear selection
বীজে এক প্রকার অণু পাওয়া যা তেল ও স্নেহ পদার্থ হিসেবে পরিচিত। নিচের কোনটি অণুর সাপেক্ষে সত্য?
1 point
Clear selection

প্রোটিনের মূল গাঠনিক একক হলো অ্যামাইনো এসিড। জৈব এসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন হয়। নিচের কোন তথ্যের সাথে অ্যামাইনো এসিডের মিল আছে?

1 point
Clear selection
বিভিন্ন মাছ, ডিম ও মাংসে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এছাড়াও ডালে বিপুল পরিমাণে এই উপাদান বিদ্যমান। দেহ গঠনে অধিক প্রয়োজনীয় এই পুষ্টি উপাদানের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
1 point
Clear selection

মানুষের দেহে বিদ্যমান এক প্রকার ম্যাক্রোঅণু শক্তি উৎপাদন করে। বিশেষ করে জৈবিক ক্রিয়ায় তাপশক্তি প্রদানের ক্ষেত্রে এই উপাদান সক্রিয় ভূমিকা পালন করে। ম্যাক্রোঅণুটি সম্পর্কে নিচের কোনটি সত্য?

1 point
Clear selection
জীবের খাদ্য গ্রহণের পরিমাণকে ত্রিভূজাকৃতির চিত্রে প্রকাশ করা যায়। কোন জীব কখন কী পরিমাণ খাদ্য গ্রহণ করবে তা প্রকাশ করতে ব্যবহৃত এই আদর্শ চিত্র কী নামে পরিচিত?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.