কোর্স শুরু: মার্চ ২০১৯, বাছাই: ২৮ ফেব্রুয়ারি, বিকাল ৩টাআবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি
যোগাযোগ: মহাপরিচালকের দপ্তর (২য় তলা, প্রশিক্ষণ ভবন)সমন্বয়কারী: ০১৭১২২৪৯০৫৩
অনলাইনে আবেদনকারীরা ভর্তির সময় সাথে আনতে হবে:ক. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।খ. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রাদির ফটোকপি।গ. শাস্ত্রীয় সঙ্গীত/ শাস্ত্রীয় নৃত্য/ লোক সঙ্গীত/ সাধারণ সঙ্গীত(শিশু)/ সেতার / সরোদ/ বাঁশি/ দোতারা/ বেহালা/ স্টাফ নোটেশন ও পিয়ানো বাদন বিষয়ক অভিজ্ঞতা সনদপত্রাদির ফটোকপি (যদি থাকে)।ঘ. জম্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
শর্তাবলী:ক. আবেদনকৃত প্রার্থীদের মধ্যে অডিশনের মাধ্যমে বাছাইকৃত প্রার্থীরাই ভর্তি হতে পারবেন।খ. ৮০% এর নীচে উপস্থিতি থাকলে এবং চুড়ান্ত মূল্যায়নে অকৃতকার্য হলে সনদপত্র প্রদান করা হবে না।গ. এই কর্মশালায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/টিফিন ভাতা প্রদান করা হবে না।ঘ. প্রয়োজনে সময় তারিখ ও অন্যান্য বিষয়াদি পরিবর্তন হতে পারে এবং যে কোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।