Chinese Language Course
Online Admission Form
Sign in to Google to save your progress. Learn more
আবেদন ফরম পূরণ করার পূর্বে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়ম-কানুন সমূহ দেখে নিন।
ভুমিকা:  মট্স কারিতাস বংলাদেশ এর একটি ট্রাস্ট প্রতিষ্ঠান। মট্স ১৯৭৩ খ্রি: থেকে দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়ন করে আসছে। মট্স দেশের কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান। মট্স এর মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হল দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা। এর প্রেক্ষিতে মট্স ইতোমধ্যে জাপানি ভাষা প্রশিক্ষণ ও জাপানে কর্মসংস্থান নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় মট্স চাইনিজ ভাষা দক্ষতা প্রশিক্ষণ বাস্তবায়ন ও চীনে কর্মসংস্থানের কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার পুরুষ ও মহিলাদের চীনে কর্মসংস্থান সৃষ্টি হবে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এ কার্যক্রম দুই প্রতিষ্ঠানের একটি  Alliance এর মাধ্যমে বাস্তবায়িত হবে। মট্স চীনে গমনেচ্ছুদের চাইনিজ ভাষা শিক্ষা সুবিধা, আবাসন ও খাবারের ব্যবস্থাসহ (প্রযোজ্য ক্ষেত্রে) অন্যান্য আনুসাঙ্গিক সহযোগিতার দায়িত্ব পালন করবে। অপর পক্ষে আজিজ এয়ার সার্ভিসেস বিভিন্ন পেশায় যেমন; শিক্ষক, এ্যাডমিন অফিসার, আইটি অফিসার, কেয়ারগিভার, সিভিল ইঞ্জিনিয়ার চীনে কর্মসংস্থান/চাকুরীর ব্যবস্থা করার দায়িত্ব পালন করবে।

১. প্রশিক্ষণ কার্যক্রম:
  • প্রশিক্ষণ কোর্সের মেয়াদ: মোট ৩ মাস/৫০ দিন (সপ্তাহে ৫ দিন প্রতিদিন ৫ ঘন্টা)।
  • প্রশিক্ষণ সম্পূর্ণ অনাবাসিক তবে যারা দুরের প্রশিক্ষণার্থী বা বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আবাসিক ব্যবস্থা।
  • ব্যাচ প্রতি আসন সংখ্যা ২৫-৩০ জন।
  • দক্ষ চাইনিজ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান।
  • চাইনিজ কোম্পানী/বায়ারদের চাহিদা মোতাবেক প্রস্তুতকৃত কারিকুলামে প্রশিক্ষণ।
  • সম্পূর্ণ ডিজিটাল ক্লাশরুমে প্রশিক্ষণ প্রদান।

২। প্রশিক্ষণার্থী ভর্তি নীতিমালা:
  • প্রার্থীর বয়স; ১৮ বছর থেকে ৫০ বছর পর্যন্ত
  • শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি
  • আদিবাসি/ক্ষুদ্র নৃতাত্মিক জাতিগোষ্ঠির প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে
  • বিবাহিত ও অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবে
  • কোনো প্রকার সংক্রামক ব্যাধী, এ টাইপ ডায়াবেটিস বা জটিল কোনো রোগ আছে এমন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে না
  • ধুমপান ও কোনো প্রকার মাদক ব্যবহারকারীদের ভর্তি করা হবে না এবং প্রযোজ্য ক্ষেত্রে ডোপ টেস্ট সনদপত্র দাখিল করতে হবে।

৩। যে সকল পেশায় চীনে কর্মসংস্থান হবে;
  • কেয়ারগিভার (শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য)
  • শিক্ষক (ইংরেজী ও চাইনিজ ভাষা জানতে হবে)
  • সিভিল ইঞ্জিনিয়ার (বিএসসি)
  • এডমিন অফিসার
  • আইটি অফিসার
৪. প্রয়োজনীয় নথিপত্র:
  • জীবন বৃত্তান্ত
  • সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্র (পিতা/মাতা অথবা পরিবারের যে কোন একজনের জাতীয় পরিচয়পত্র সাথে দিতে হবে)
  • পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে)
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি শিক্ষামন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীন দূতাবাস  কর্তৃক সত্যায়িত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে
  • সকল নথিপত্র (শিক্ষাগত ও অন্যান্য) নোটারি পাবলিক করা।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • করোনা ভাইরাস টেস্ট সার্টিফিকেট
  • প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
৬। রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাবলী:
📛  bKash Merchant Account Number : 01329639524  📛

রেজিস্ট্রেশন করার জন্য নিম্নে উল্লেখিত পরিমাণ টাকা bKash Make Payment করুন উপরোক্ত Merchant Account নাম্বারে  এবং পেমেন্ট করার সময় রেফারেন্সে অবশ্যই আপনার নাম এবং CHINA লিখুন। যেমন- RAHMANCHINA

✅   রেজিস্ট্রেশন ফি: ৫০০/- + বিকাশ খরচঃ ২০/- সর্বমোটঃ ৫২০ টাকা।
✅  পেমেন্ট সম্পূর্ণ হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID এবং Transaction Reference No সংরক্ষণ করুন।
✅  ভুল নম্বরে বিকাশ করে Transaction ID এবং Transaction Reference No ব্যবহার করে ফরম পূরণ করলে তা গ্রহণযোগ্য হবে না/ মট্স কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্বগ্রহণ করবে না।

৭। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করতে পারেন।
Mobile: ০১৩২৯ ৬৩৯ ৫৫১, ০১৩২৯ ৬৩৯ ৫২২
E-mail: dmte@mawts.org
Facebook Page: www.facebook.com/mawts  

প্রার্থীর নাম *
জাতীয় পরিচয়পত্রের নং *
পাসপোর্ট নং (যদি থাকে)
জন্ম তারিখ *
MM
/
DD
/
YYYY
প্রার্থীর হোয়াটস্যাপ নং *
পিতার নাম *
মাতার নাম *
লিঙ্গ *
বৈবাহিক অবস্থা *
ধর্ম *
বর্তমান ঠিকানা *
স্থায়ী ঠিকানা *
জেলা *
সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা: *
প্রশিক্ষণ ট্রেডের নাম *
রাজনৈতিক কর্মকান্ড এবং ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা?  *
Payment Information
রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাবলী:
📛  bKash Merchant Account Number :  01329639524 📛

রেজিস্ট্রেশন করার জন্য নিম্নে উল্লেখিত পরিমাণ টাকা bKash Make Payment করুন উপরোক্ত Merchant Account নাম্বারে  এবং পেমেন্ট করার সময় রেফারেন্সে অবশ্যই আপনার নাম এবং CHINA লিখুন। যেমন- RAHMANCHINA

✅   রেজিস্ট্রেশন ফি: ৫০০/- + বিকাশ খরচঃ ২০/- সর্বমোটঃ ৫২০ টাকা।
✅  পেমেন্ট সম্পূর্ণ হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID এবং Transaction Reference No সংরক্ষণ করুন।
✅  ভুল নম্বরে বিকাশ করে Transaction ID এবং Transaction Reference No ব্যবহার করে ফরম পূরণ করলে তা গ্রহণযোগ্য হবে না/ মট্স কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্বগ্রহণ করবে না।
Amount (উল্লেখিত টাকার পরিমান লিখুন)
*
bKash Transaction ID
*
Transaction Reference
*
বিঃদ্রঃ
রেজিস্ট্রেশন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক কিনা পুনরায় যাচাই করে দেখুন।
অঙ্গীকারনামা

  • আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, ভর্তি আবেদন ফরম এ দেয়া সকল তথ্য সঠিক।
  • মট্স-এর সকল নিয়ম যথাযথভাবে পালন করবো।
  • আমি মট্সকে আমার সাক্ষাৎকার গ্রহণ, ছবি তোলা ও ভিডিও করার অনুমতি প্রদান করছি। সেই সাথে প্রশিক্ষণ চলাকালীন সময় বা প্রশিক্ষণ গ্রহণের পর আমার যেসব ছবি তোলা হবে ও ভিডিও করা হবে তা মট্সকে বিভিন্ন কাজে রিপোটিংসহ সোস্যালমিডিয়া ও ওয়েব সাইটে ব্যবহারের অনুমতি প্রদান করছি।   

Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy