"নাম/দীক্ষা" এর জন্য অনলাইন নিবন্ধন
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা সনাতনী সম্প্রদায়ের ভক্ত অনুসারী ধর্মপ্রাণ ব্যক্তি/ব্যক্তিবর্গের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান আধ্যাত্মিক মহাপুরুষ ও কলিযুগের অবতার শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীশ্রীকৈবল্যধামের ৯৫তম বার্ষিক উৎসব, আদ্যাশক্তি দুর্গতিনাশিনী মহামায়া দেবী দুর্গার আরাধনায় শ্রীঘট ও শ্রীশ্রীঠাকুরের চিত্রপটে শারদীয় দুর্গাপূজা পরম্পরাগত ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতদ উপলক্ষে, শ্রীশ্রীঠাকুরের শ্রীনাম/ দীক্ষা প্রত্যাশী ভক্তগণকে অবহিত করা যাচ্ছে যে, শ্রীশ্রী কৈবল্যনাথের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহাশয় শারীরিক অসুস্থতা হেতু ভারতে অবস্থান করায়, শ্রীশ্রীঠাকুরের শ্রীনাম প্রত্যাশী ভক্তগণকে কৈবল্যধাম চট্টগ্রামে অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে শ্রীনাম/ দীক্ষা প্রদানের জন্য মোহন্ত মহারাজ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এই উপলক্ষে শ্রীনাম/ দীক্ষা প্রত্যাশী ভক্তগণকে মহাষ্টমী থেকে বিজয়া দশমী এই তিন দিন বেলা ১২.০০ ঘটিকার পূর্বে শ্রীধামে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
সম্পাদক
বোর্ড অব ট্রাস্টি, শ্রীশ্রী কৈবল্যধাম
চট্টগ্রাম, বাংলাদেশ