এই ফর্মটি ইশিখনের সফল এবং ব্যর্থ সকল শিক্ষার্থীদের জন্য। যারা ইশিখন কোর্স করে বর্তমানে কোন আইটি ফার্মে কিংবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিংবা এফিলিয়েট / ইউটিউব থেকে আয় করছেন।
যারা সফল হয়েছে, তাঁদের বিভিন্ন মিডিয়াতে হাইলাইট এর পাশাপাশি পুরস্কার দেওয়া হবে, যারা এখনও কাজ পান নি, তাদের যথাযথ কারণ খুঁজে এক্সট্রা ক্লাস কিংবা সাপোর্ট দেওয়া হবে। যারা নিয়মিত ক্লাস এ এটেন্ড করেছেন এবং ভালো কাজ জানা সত্ত্বেও কাজ পাচ্ছেন না, তাঁদের ইন্টার্নশীপ ও বিভিন্ন কোম্পানিতে সুপারিশ করা হবে।