সিপিএ মার্কেটিং কি এবং কেন ক্যারিয়ার হিসেবে আপনি সিপিএ মার্কেটিং বেছে নিবেন?
সিপিএ মার্কেটিং কি?
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং মার্কেটিং-এ দ্রুত সফল হবার সবচেয়ে সহজ মাধ্যম হলো সিপিএ মার্কেটিং।
CPA যার সম্পূর্ণ অর্থ হলো Cost Per Action.
মানে যেকোন একটি Action / ধাপ সফল ভাবে সম্পন্ন হলেই আপনাকে পেমেন্ট করা হবে।

সিপিএ মার্কেটিং এর সবেচেয়ে মজার বিষয় হলো আপনি কাজটি শিখতে শিখতেই আয় করতে পারবেন।
আর আরেকটি মজার বিষয় হলো অন্যান্য মার্কেট-প্লেসে কাজ করতে হলে বেশ কিছু জিনিস নিয়ে প্রস্তুত হতে হয়। যেমনঃ

☻ভালো পোর্টফলিও,
☻ভালো কাভার লেটার,
☻অভিজ্ঞতা,
☻কোয়ালিটি প্রোফাইল এবং
☻সবচেয়ে কঠিন বিষয় যেটি সেটি হচ্ছে বিড করা;
☻অন্যান্য বিডারদের সাথে প্রতিযোগিতা করতে কাজটি পেতে হয়।

শুধুমাত্র এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আপনাকে সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে কোন প্রোজেক্ট পোস্ট হলেই
আপনার বিড যেন প্রথম দশজনের মধ্যে হয়। তাহলেই প্রতিযোগিতা করে কাজ পাবার সম্ভাবনা আছে কিন্তু গ্যারান্টি নাই।

কিন্তু সিপিএ মার্কেটিং এ এই বিষয়গুলো অনেক অনেক পজিটিভ। যেমনঃ

♦♦♦ ভালো পোর্টফলিও দরকার নেই,
♦♦♦ প্রোজেক্টের আশাতে বসে থেকে সময় নষ্ট করার দরকার নেই,
♦♦♦ কাভার লেটার এর দরকার নেই,
♦♦♦ প্রোফাইলেরও তেমন একটা দরকার নেই,
♥♥♥ সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে বিড করারই দরকার নেই।

আপনার যা লাগবে একটু মেধা, মার্কেটিং আইডিয়া, এবং এই কাজটি করার কিছু সিস্টেম.

সিপিএ মার্কেটিং কোর্সে যা যা থাকছে-

◘◘◘ সিপিএ মার্কেটিং কি?
◘◘◘ এটা কিভাবে কাজ করে?
◘◘◘ সিপিএ এর সাথে এফিলিয়েট এর পার্থক্য।
◘◘◘ শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করা নয়, টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করা,
◘◘◘ সিপিএ নিয়ে কাজ করার ভিন্ন ভিন্ন উপায়,
◘◘◘ সিপিএ তে ইমেইল মার্কেটিং এর ভূমিকা এবং করার সিস্টেম,
◘◘◘ সিপিএ তে ব্লগিং এর ভূমিকা এবং করার সিস্টেম,
◘◘◘ সিপিএ তে ব্যানার-ডিজাইন এর ভূমিকা এবং করার সিস্টেম,
◘◘◘ আপনি কিভাবে কাজে নামবেন?
◘◘◘ সিপিএ এর জন্য আপনার ওয়েবসাইটকে কিভাবে ব্যবহার করবেন?
◘◘◘ সিপিএ এর কাজে ইউটিউব ভিডিও কিভাবে কাজে লাগবে?
◘◘◘ কিভাবে সহজে একটি ল্যান্ডিং পেইজ ডিজাইন করবেন.

♣♣♣ কিছু হিডেন টিপস ট্রিক্স - যা কোর্সের মধ্যে আলোচলা করা এবং দেখানো হবে। ♣♣♣

যে কোন প্রশ্নের জন্য ফোন করুন আমাদের সাপোর্টে:
Helpline: 01773727252, 01836307002

বি দ্র: শুধুমাত্র যারা সি পি এ(CPA) কাজ শিখতে আগ্রহি তারাই রেজিষ্ট্রেশন করুন।

Office Address:
Borobondor, Notunpara
Sadar, 5200, Dinajpur, Bangladesh.

Website: http://www.careersourcebd.com
Helpline:  01773727252, 01836307002
 
Sign in to Google to save your progress. Learn more
Name *
Email *
Mobile *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy