প্রশ্নোত্তর প্রতিযোগিতা
শিশু-কিশোর২৪.কম (www.shishu-kishor24.com) এর নববর্ষ উদযাপন
Sign in to Google to save your progress. Learn more
প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহনের পূর্বে এই নিয়মাবলী পড়ে নাও।
প্রতিযোগিতার নিয়মাবলী:
•১০টি প্রশ্ন থাকবে । প্রতিটির উত্তর দিতে হবে।
•প্রতি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। ভূল উত্তর হলে ০.৫ নম্বর বিয়োগ করা হবে।
•প্রতিযোগিতা শেষে সেরা ৫ জনের নাম পেজে প্রকাশ করা হবে। ২ জন পাবে শিশু-কিশোর২৪.কম এর পক্ষ থেকে আকর্ষনীয় উপহার।
•একাধিক বিজয়ী হলে লটারীর মাধ্যমে সেরা ২জন নির্ধারন হবে।
• প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় ৩০ চৈত্র রাত ৮টা থেকে ৪ বৈশাখ রাত ৮টা পর্যন্ত।
•একজন শুধু একবারই অংশ নিতে পারবে। একাধিকবার অংশ নিলে তা বাতিল গণ্য হবে।
•সঠিক তথ্য দিয়ে প্রশ্নপত্রের দ্বিতীয় ধাপে দেয়া ফরম পূরণ করতে হবে। তথ্য ভূল প্রমাণিত হলে পুরষ্কার বাতিল করা হবে।
•প্রতিযোগীতায় অংশ নিতে হলে অবশ্যই shishu-kishor24.com এর অফিসিয়াল পেজে লাইক থাকতে হবে। এছাড়া বিজয়ী হলে তা বাতিল করা হবে।
*বিজয়ীর নাম আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে ৫ বৈশাখ।তো প্রস্তুত হয়ে নাও।
অংশ নিয়ে দেখিও দাও তোমার দক্ষতা ।বাড়িয়ে নাও তোমার জ্ঞানের পরিধি।
এখান হতে প্রশ্ন শুরু
* বাংলা কত সাল থেকে  ছায়ানট বাংলা নববর্ষের প্রথম দিন তাদের কার্যক্রম শুরু করে?
* পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর যে বিশেষ ছাড় প্রদান করা হয় তা কি নামে পরিচিত?
*কোন মুসলিম বিজ্ঞানী বাংলা বর্ষপঞ্জি তৈরি করেন ?
* পূর্বে বাংলা নববর্ষ উপলক্ষে কোন জেলায় গরুর দৌড় আয়োজন করা হতো?
* গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে কত খ্রিস্টাব্দ থেকে নববর্ষ তথা বাংলা নববর্ষ প্রচলন হয়?
* কত খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল  কার্যকর হয়?
* দেশের কোন জেলায় ঘোড়া মেলা অনুষ্ঠিত হয়?
* বাংলা নববর্ষ উপলক্ষে বউ মেলা কোন জেলায় অনুষ্ঠিত হয় ?
* ইংরেজি কত সাল থেকে মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে?
* বাংলা নববর্ষ উপলক্ষে  কত বৈশাখে কুস্তি খেলা আয়োজিত হয়?
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.