বিশ্ববিদ্যালয়ে এসপেরান্তো ভাষা ও তৎসংক্রান্ত বিষয়ের পঠন পাঠন আর গবেষণা নিয়ে একটি প্রশ্নমালা
আন্তর্জাতিক এসপেরান্তো শিক্ষক সংঘ (ILEI), এসপেরান্তিক গবেষণা নিধি (ESF) এবং বিশ্বের ভাষা সমস্যা বিষয়ক গবেষণা ও দলিলায়ন কেন্দ্র (CED) পৃথিবীর যাবতীয় বিশ্ববিদ্যালয়ে এসপেরান্তো ভাষার ও তৎসংক্রান্ত বিষয়ের পঠন পাঠন আর গবেষণার বর্তমান অবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করছে। তথ্যসমূহ থেকে ব্যক্তিগত পরিচয়াদি সরিয়ে নিয়ে উপস্থাপন করা হবে ILEI-আয়োজিত এবারের চর্চাসত্রে (১২-১৩ আগস্ট ২০২১)।
আপনার সাহায্য পেলে বাধিত হব। প্রত্যেকটি প্রশ্নের বেলাতেই উত্তর দেবেন কি দেবেন না সেবিষয়ে স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারবেন।
যদি এই প্রশ্নমালার জবাব লিখে পাঠান তাহলে ধরে নেওয়া হবে এখানে বিবৃত প্রকল্পে ILEI/CED/ESF যে ব্যক্তিগত পরিচয়াদি সরিয়ে নেওয়ার পর আপনার দেওয়া জবাবগুলি ব্যবহার করতে পারবে এতে আপনার সম্মতি রয়েছে। যাবতীয় ব্যক্তিগত তথ্য আমরা সযত্নে গোপন রাখব এবং এব্যাপারে যে বিধিবিধান প্রযোজ্য (GDPR) সেগুলি মেনে চলব। জবাবগুলি গুগল-ক্লাউডে নিরাপদ জায়গায় সংরক্ষিত থাকবে। যেকোনো সময়ে আপনি আপনার দেওয়া তথ্য মুছে ফেলবার অনুরোধ করতে পারবেন। তথ্য কীভাবে ব্যবহার করা হবে এবিষয়ে কোনো প্রশ্ন থাকলে
esfacademic@esperantic.org এই ঠিকানায় লিখে জিগেস করবেন।