০৬। যে মোবাইল নম্বর থেকে টাকা বিকাশ করা হয়েছে, সে মোবাইল নম্বরঃ (ইংরেজিতে দিতে হবে) *
বিকাশ নম্বরঃ 01740 - 59 49 59 (পার্সনাল) ভর্তি ফি এবং এক মাসের বেতন পাঠানোর আগে অবশ্যই 01721 - 57 64 24 অথবা, 01776 - 21 85 12 অথবা 01740 - 57 87 67 নম্বরে ফোন দিয়ে Confirm হয়ে নিবে এবং তারপর টাকা পাঠাবে। মোট ৪০০০ টাকা (ভর্তি ফি ১৫০০ টাকা এবং প্রথম মাসের বেতন ২৫০০ টাকা) বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে। bKash এর মাধ্যমে Payment করার নিয়মঃ *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান অথবা bKash app এ লগ ইন করুন। Send Money সিলেক্ট করুন। Enter Receiver bkash Account No (প্রাপকের নম্বর দিন) এখানে 01740 59 49 59 টাইপ করুন। Enter Amount (পরিমাণ) এখানে “নিউরন এডুকেশনাল সাপোর্ট সেন্টার” কর্তৃক নির্ধারিত ফি ৪০০০ টাকা টাইপ করুন। Enter Reference (রেফারেন্স) এখানে প্রার্থীর নিউরন এডুকেশোনাল সাপোর্ট সেন্টার প্রদত্ত ভর্তি রোল নং টাইপ করুন। Enter Menu PIN to confirm (পিন দিন) এখানে আপনার bkash এর পিন নম্বর ইনপুট দিয়ে Send Money কমপ্লিট করুন। Send Money সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা ৭নং প্রশ্নে এই Transaction ID টি ইনপুট দিতে হবে। দোকান থেকে বিকাশ করলে অবশ্যই আমাদের সাথে 01721 - 57 64 24 অথবা, 01776 - 21 85 12 অথবা 01740 - 57 87 67 নম্বরে ফোন দিয়ে Confirm হয়ে নিবে এবং তারপর টাকা পাঠাবে।