𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 with Freelancing
মট্স-এ নতুন কোর্সে ভর্তি চলছে !💥💥
📌কোর্সের বিষয়:
Search Engine Optimization (SEO)
মট্স, কারিগরি শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান, বেকার যুবাদের আইটি সেক্টরে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছে। এই কোর্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি যুব সমাজকে আইটি খাতে দক্ষ করে তুলতে চায়, যাতে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
বাজারে আইটি দক্ষতার চাহিদা দিন দিন বাড়ছে, এবং মট্স-এর এই উদ্যোগ যুবকদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে, যা তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়ার পথ সুগম করবে।
সপ্ন এবার সত্যি হবে ফ্রিল্যান্সিং এর আয় থেকে! 😀😀
স্মার্ট ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এখন অনেকেরই পছন্দনীয় একটি সেক্টর। একাডেমিক ও কর্পোরেট লেভেল থেকে শুরু করে, অনলাইন ভিত্তিক প্রায় সকল প্রতিষ্ঠানেই নিয়োগ দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটার। আমাদের আছে আপডেটেট কোর্স মডিউল ও এক্সপার্ট মেন্টর। দক্ষ ডিজিটাল মার্কেটার হতে এনরোল করুন আমাদের "Digital marketing with Freelancing" কোর্সে।
SEO (Search Engine Optimization) একটি কৌশল যা যেকোন ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে আরও উপরে আনার জন্য ব্যবহার করা হয়। SEO কোর্স সাধারণত কীওয়ার্ড রিসার্চ, অন-পেজ অপ্টিমাইজেশন, অফ-পেজ অপ্টিমাইজেশন, ব্যাকলিঙ্কিং, টেকনিক্যাল SEO, এবং সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের কার্যপ্রণালী শেখায়। এই কোর্সে অংশগ্রহণকারীরা কীভাবে গুগল, বিংসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে সঠিকভাবে র্যাংক করানো যায়, সেইসকল কৌশল শিখতে পারবেন।
কারা ভর্তি হতে পারবে❔
✅ যারা ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চান।
✅ যারা নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট র্যাংকে উপরে নিতে চান।
✅ পার্সোনাল কম্পিউটার/ ল্যাপটপ থাকতে হবে।
✅ বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে হবে।
✅ ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ধারণা থাকতে হবে।
✅ কাজ শেখার মনোবল থাকতে হবে।
✅ শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী, বেকার জনগোষ্ঠী সকল শ্রেণীর মানুষ।
কেন আমাদের কাছ থেকে শিখবেন❔
✅ কোর্স
শেষে ইন্টার্নশিপের সুযোগ।
✅ কোর্স
শেষে যোগ্যতার ভিত্তিতে
কাজের সুযোগ।
✅ দক্ষ ফ্রিল্যান্সারদের মাধ্যমে শিক্ষা প্রদান।
✅ ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেটপ্লেসে একাউন্ট ক্রিয়েশন A টু Z গাইড।
✅ মার্কেটপ্লেসের বাহিরে কীভাবে বায়ার ফাইন্ড করতে হয় এবং ইনকাম জেনেরেট করতে হয়- এ বিষয়গুলোও শেখানো হবে।
✅ অভিজ্ঞ ও প্রফেশনাল টেকনিক্যাল সাপোর্ট টীম।
✅ সরাসরি মেন্টর এর সাথে কাজ বুঝে নেওয়ার সুযোগ।
✅ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
✅ প্রতিটি ক্লাস এর ভিডিও প্রদান করা হবে।
✅ ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা।
✅ বাসা থেকেই অনলাইন লাইভ ক্লাস এবং সরাসরি শিক্ষক এর সাথে প্রশ্ন করার সুযোগ।
🛑কোর্সের বিস্তারিতঃ
কোর্স ফি: ৪৯৯৯ টাকা মাত্র।
সময়কাল: ৩ মাস (সপ্তাহে ৩ দিন, শুক্র, শনি ও সোম)।
ক্লাসের সময়: রাত ৯.০০-১১.০০ ঘটিকা (২ ঘন্টা)।
ক্লাসের ধরণ: অনলাইন (Zoom App)।
আসন সংখ্যা: ৫০টি।
ক্লাস শুরু: অক্টোবর ২০২৪।
🔰কোর্স ইন্সট্রাক্টর:
Md Fazlur Rahaman
Digital Marketing Consultant & SEO Strategist
Founder & CEO- Rihawebtech
মট্স
১/সি-১/এ, পল্লবি, মিরপুর-১২, ঢাকা-১২১৬
মোবাইল: ০১৩২৯-৬৩৯৫৪৬, ০১৩২৯-৬৩৯৫২২
E-mail: ict@mawts.org, dmte@mawts.org