Study on the occupational problems of Bangladeshi clinical Nurses
প্রিয় নার্সিং অফিসার,
আশা করি ভাল আছেন।
বাংলাদেশের কর্মরত নার্সিং অফিসারগণ সামাজিক ভাবে, মানসিক ভাবে বা কর্ম ক্ষেত্রে কতটা সুরক্ষিত/নিরাপদ তা কখনো অনুসন্ধান করা হয় নাই৷ আমরা উক্ত বিষয় গুলি বিবেচনা করে একটি গবেষণা করছি, যার ফলাফল নার্সিং এর সমস্যা গুলো চিহ্ণিত করে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা হবে। আপনার মূল্যবান উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পেশার উন্নয়নে বিশেষ অবধান রাখবে। আমরা অনুরোধ করব আপনি এই গবেষণায় অংশগ্রহণ করুন।
আপনি চাইলে এই গবেষণা থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। আপনার দেয়া তথ্য সম্পূর্ণ নিরাপদে থাকবে এবং শুধু মাত্র এই গবেষণার কাজে ব্যবহার করা হবে। প্রশ্নগুলো বুঝে উত্তর দিতে আপনার ৮-১০ মিনিট সময় লাগতে পারে।
বি.দ্রঃ- এখানে সকল প্রশ্ন মিলে বেশকিছু সেকশন/পৃষ্ঠা আছে । প্রতিটি সেকশনে প্রশ্নগুলোর উত্তর প্রদান করে, পরের সেকশনে যাওয়ার জন্য Next (পরবর্তী) এ ক্লিক করুন । এভাবে সকল প্রশ্নের উত্তর প্রদান করে Submit (জমা দিন) এ ক্লিক করুন ।
আপনার সহযোগীতার জন্য ধন্যবাদ।