WB ICDS 50 নম্বরের পরীক্ষা হল একটি লিখিত মূল্যায়ন, যা পশ্চিমবঙ্গের ICDS (অঙ্গনওয়াড়ি) কর্মী নিয়োগ প্রক্রিয়ার অংশ। এই পরীক্ষায় মোট ৫০ নম্বরের প্রশ্ন রয়েছে, সাধারণত সাধারণ জ্ঞান, গণিত, বাংলা ভাষা এবং ICDS সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হয়। এই মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও প্রাথমিক জ্ঞান যাচাই করা হয়।