WB ICDS 50 Number Exam
WB ICDS 50 নম্বরের পরীক্ষা হল একটি লিখিত মূল্যায়ন, যা পশ্চিমবঙ্গের ICDS (অঙ্গনওয়াড়ি) কর্মী নিয়োগ প্রক্রিয়ার অংশ। এই পরীক্ষায় মোট ৫০ নম্বরের প্রশ্ন রয়েছে, সাধারণত সাধারণ জ্ঞান, গণিত, বাংলা ভাষা এবং ICDS সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হয়। এই মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও প্রাথমিক জ্ঞান যাচাই করা হয়।

আইসিডিএস অঙ্গনওয়াড়ি এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাচ 2025 - 2026

💥 কেন এই কোর্সে ভর্তি হবে?

1) জেলা ভিত্তিক আপডেট

2) সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর

3) বিগত বছরের প্রশ্ন উত্তর

4) প্রতিদিন ফ্রিতে মক টেস্ট

5) স্টাডি ম্যাটেরিয়াল

6) ইন্টারভিউ টিপস

আইসিডিএস অঙ্গনওয়াড়ি এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাচ কোর্সে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করা হবে। স্টাডি ম্যাটেরিয়াল এবং নোটস প্রোভাইড করা হবে। (Ebook + Online Class MCQ Based Online Test Series)

******************বিষয়*****************

💥 অঙ্গনওয়াড়ি সম্পর্কে বিশেষ তথ্য

💥 নারীর অবস্থা এবং নারীর ক্ষমতায়ন

💥 মানব ও সামাজিক উন্নয়ন প্রকল্প

💥 প্রয়োজনীয় প্রকল্প ও যোজনা

💥 মেয়েদের জন্য পরিকল্পনা

💥 নিজের রাজ্যে কি জানো

💥 পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত তথ্য

💥 ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিচিতি

💥 শিশুরা কিভাবে চিন্তা করে ও শেখে

💥 শিক্ষায় কন্যা শিশুদের অংশগ্রহণ বাড়ানোর কর্মসূচি

💥 পুষ্টি বিপাক ও পরিপাক

💥 Most important abbreviations on ICDS

💥 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প

💥 পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী

💥 কতকগুলো গুরুত্বপূর্ণ রোগের প্রকৃতি, উপসর্গ ও তাদের সংক্রমণ

💥 শিশুদের ভ্যাকসিন

💥 আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ রচনা

💥 ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ টিপস

আইসিডিএস অঙ্গনওয়াড়ি এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাচ কোর্সে যুক্ত হতে নিজের নাম, জেলার নাম, ব্লকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স লিখে হোয়াটসঅ্যাপ করো (8967793729)

কোর্স ফি মাত্র ১৯৯ টাকা (মাসিক কোনো ফিস নেই একবারই মাত্র পেমেন্ট করতে হবে)

Sign in to Google to save your progress. Learn more
১. অঙ্গনওয়াড়ি হেল্পারের কাজ কী?
Clear selection
২. ICDS প্রকল্পে মোট কতটি পরিষেবা প্রদান করা হয়?
Clear selection
৩. কোনদিন ICDS চালু করা হয়েছিল?
Clear selection
৪. একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান দায়িত্ব কী?
Clear selection
৫. মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি?
Clear selection
৬. UNICEF-এর সম্পূর্ণ নাম কী?
Clear selection
৭. মাতৃ্যান প্রকল্পে সুবিধাভোগী?
Clear selection
৮. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
Clear selection
৯. শিশুদিবস পালিত হয় কোন তারিখে?
Clear selection
১০. রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যান দপ্তরের মন্ত্রীর নাম কী?
Clear selection
১১. সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়?
Clear selection
১২. শিশু সাথী প্রকল্প হল?
Clear selection
১৩. পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়?
Clear selection
১৪. কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক?
Clear selection
১৫. ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Clear selection
১৬. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?
Clear selection
১৭. রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য ২০১৭ সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরষ্কারে সম্মানিত করে?
Clear selection
১৮. মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন?
Clear selection
১৯. পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে?
Clear selection
২০. কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়?
Clear selection
২১. ICDS -এ SNP কোন দপ্তরের সুপারিশে চালু হয়?
Clear selection
২২. SNP এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে?
Clear selection
২৩. পশ্চিমবঙ্গে প্রথম কোথায় ICDS প্রকল্প চালু হয়?
Clear selection
২৪. ICDS প্রকল্পে শিশুকে যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হল?
Clear selection
২৫. SNP-এর পুরো নাম কি?
Clear selection
২৬. ICDS প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়?
Clear selection
২৭. ICDS হল একটি?
Clear selection
২৮. ICDS ধারনাটি কথা থেকে এসেছে?
Clear selection
২৯. ICDS প্রকল্পটি কবে চালু হয়?
Clear selection
৩০. ICDS কথাটির পুরো নাম কী?
Clear selection
৩১. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কাজ কোনটি?
Clear selection
৩২. গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্য আইসিডিএস প্রকল্পের প্রধান সুবিধা কী?
Clear selection
৩৩. অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়?
Clear selection
৩৪. আইসিডিএস প্রকল্পের অধীনে কত বয়স পর্যন্ত শিশুকে পরিষেবা দেওয়া হয়?
Clear selection
৩৫. অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান সহায়ক কারা?
Clear selection
৩৬. আইসিডিএস প্রকল্পের অধীনে মাতৃস্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য কী?
Clear selection
৩৭. আইসিডিএস প্রকল্পের অধীনে শিশুদের জন্য কোন ভিটামিন বিশেষভাবে সরবরাহ করা হয়?
Clear selection
৩৮. "পুষ্টি সপ্তাহ" প্রতি বছর কোন মাসে পালিত হয়?
Clear selection
৩৯. আইসিডিএস প্রকল্পের মাধ্যমে কোন রোগ প্রতিরোধের জন্য টিকা দেওয়া হয়?
Clear selection
৪০. আইসিডিএস প্রকল্পের আওতায় কোন স্তরের সরকার এই প্রকল্প পরিচালনা করে?
Clear selection
৪১. আইসিডিএস প্রকল্পের আওতায় গর্ভবতী মহিলাদের জন্য কী কী সুবিধা দেওয়া হয়?
Clear selection
৪২. ICDS প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কোন ধরনের শিক্ষা দেওয়া হয়?
Clear selection
৪৩. কোন মন্ত্রণালয় ICDS প্রকল্প পরিচালনা করে?
Clear selection
৪৪. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে কোন খাদ্য সরবরাহ করা হয়?
Clear selection
৪৫. আইসিডিএস প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য কী?
Clear selection
৪৬. কোন বয়সের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে খাবার সরবরাহ করা হয়?
Clear selection
৪৭. আইসিডিএস প্রকল্পের অধীনে সম্পূরক পুষ্টি কর্মসূচির লক্ষ্য কী?
Clear selection
৪৮. একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান দায়িত্ব কী?
Clear selection
৪৯. একটি আইসিডিএস প্রকল্পের অধীনে সাধারণত কটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে?
Clear selection
৫০. কোন বছর থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে "সুপ্রাথমিক শিক্ষা" বাধ্যতামূলক করা হয়েছে?
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report