Request edit access
DLT room / Virtual Classroom Requisition form

শর্ত সমূহ:

১। Digital Learning Theater (DLT)-এ অনুষ্ঠান চলাকালীন কক্ষের ভেতর কোন প্রকার খাবার বা পানীয় গ্রহণযোগ্য না।

২। Digital Learning Theater (DLT) -এ   প্রয়োজনে শুধুমাত্র ডিজিটাল ব্যানার ব্যবহার করা যেতে পারে।

৩। Digital Learning Theater (DLT) -এ   প্রবেশের সময় জুতা খুলে প্রবেশ করতে হবে।

৪। Digital Learning Theater (DLT) -এ  কোন প্রকার অতিরিক্ত আসবাব যেমন: টেবিল, চেয়ার বা অন্য কোন কিছুর প্রয়োজন হলে পূর্ব অনুমতি সাপেক্ষে বরাদ্দগ্রহণকারী ব্যবস্থা করবেন।

৫। নির্ধারিত অনুষ্ঠান শেষে কোন প্রকার অতিরিক্ত আসবাব যেমন: টেবিল, চেয়ার বা অন্য কোন কিছু ব্যবহৃত হয়ে থাকলে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে।

৬। Digital Learning Theater (DLT) -এ   বরাদ্দকৃত সময়ের জন্য অর্থ কমিটি কর্তৃক প্রযোজ্য নির্ধারিত সেবা মূল্য পরিশোধ করতে হবে। বর্তমানে DLT সেবা ব্যবহারের চার্জ প্রতি ঘণ্টা ২০০ টাকা এবং একদিনে সর্বচ্চ ৫০০ টাকা। তবে চার্জ বিষয়ক সিদ্ধান্তের ক্ষেত্রে  কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

৭। Digital Learning Theater (DLT) রুম মূলত একাডেমিক কাজে ব্যবহার করা যাবে তবে অন্য বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট কমিটি বা আইসিটিসেল এর পূর্বানুমতির প্রয়োজন হবে।   

 উল্লেখ্য যে, একটি অতিগুরুত্বপূর্ণ ডিভাইস নষ্ট থাকায় উক্ত অনুষ্ঠানে রিমোটলি কেউ জয়েন করতে পারবেন না।  Digital Learning Theater (DLT) রুমটি BdREN কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রশাসন কে হস্তান্তর এর কাজ এখনও সম্পন্ন হয় নাই। তৎপ্রেক্ষিতে, এই ত্রুটি গুলো মেরামত করাও সম্ভব হচ্ছে না।

Sign in to Google to save your progress. Learn more
Full Name *
Department/Office/Institute Name (full name for example- Textile Engineering, Registrar Office, Research Cell etc.) *
Designation (for example- Chairman, Assistant Professor, Assistant Director  etc.) *
Email *
Email must be from JUST domain (example@just.edu.bd), booking will not be valid without JUST email. This email will be used for exchanging booking information.
Contact Number (mobile number only) *
Purpose of use of the premises *
Program starting date and time (comment in the description if there any) *
MM
/
DD
/
YYYY
Time
:
Program ending date and time *
MM
/
DD
/
YYYY
Time
:
Total time in hours (for bill generation) *
Hrs
:
Min
:
Sec
I have agreed the above terms and conditions.

আমি উপরোক্ত শর্ত সমূহ মেনে নিয়ে এই সেবাটি ব্যবহার করতে ইচ্ছুক।
*
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Jashore University of Science and Technology.

Does this form look suspicious? Report