CUTE-BFDF 3rd National Debate Championship:
নিয়মাবলিঃ
১) বাংলাদেশের ৩২ টি বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল অংশগ্রহণ করবে অর্থ্যাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে একটি মাত্র দল অংশগ্রহণ করতে পারবে।
২) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেকটি দলকে ৩০০৳ Registration Fee বাবদ প্রদান করতে হবে নিচে উল্লেখিত bKash Account এর মাধ্যমে।
৩) প্রতিযোগিতায় First come first serve অর্থ্যাৎ আগে আসলে আগে ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে।
৪) পুরো বিতর্ক প্রতিযোগিতাটি Bangladesh Debate Federation(BDF) অনুমোদিত সংসদীয় বিতর্কের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
৫) স্থান, সময় ইত্যাদি বিষয়ে যে কোন পরিবর্তনের ক্ষেত্রে Business studies Faculty Debating Forum (BFDF) এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬) প্রত্যেকটি টিমকে ৫ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮.০০ ঘটিকার মধ্যে চূড়ান্ত রিপোর্টিং সম্পন্ন করতে হবে।
৭)বিচারকার্য সংক্রান্ত নিয়মাবলি চূড়ান্ত রিপোর্টিং এর সময় জানানো হবে।
বি.দ্র : প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা BFDF কতৃপক্ষ আয়োজন করবে।
এছাড়া সার্বক্ষণিক যোগাযোগের জন্যঃ ০১৭২৩৫৮০২৪৪, ০১৯১১৫০৩৭২১, ০১৬৭৪৮৫১১১৩
bKash এর জন্যঃ ০১৭২৩-৬৩৪৫০২
(বিকাশ করার পরে আপনাকে আপনার নাম, বিশ্ববিদ্যালয়ের নাম এবং যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বার টি SMS করে ০১৭২৩-৬৩৪৫০২ নাম্বারে পাঠাতে হবে। অন্যথায় আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না এবং এর জন্য কতৃপক্ষ দায়ী থাকবে না।)
সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের ফেসবুক ইভেন্টে জয়েন করুনঃ
www.facebook.com/events/814177458613828/রেজিস্ট্রেশনের জন্য Continue/অবিরত তে ক্লিক করুন।