তিন দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে অনলাইনে তিন দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ১০,১১,১২ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলবে। তিন পর্বের এই কর্মশালার প্রতি পর্বে একজন আলোচক থাকবেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও মশাবিজ্ঞানী অধ্যাপক ড. কবিরুল বাশার। সঞ্চালক থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
আলোচক হিসেবে থাকবেনঃ
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর পরিচালক জাফর ওয়াজেদ, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো: গোলাম রহমান ও বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহিন।
আলোচনার বিষয়:
১. গণমাধ্যমের রাজনৈতিক ভাবনা, জনাব জাফর ওয়াজেদ।
২. তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা, অধ্যাপক মো: গোলাম রহমান।
৩. কাভারিং ইউনিভার্সিটি বাজেট, সাহানোয়ার সাইদ শাহিন।
প্রতিটি পর্বের বিবরণ:
উপস্থিতি পর্যালোচনা: সন্ধ্যা ৭:৩০ থেকে ৭:৪০
বিশেষ অতিথির বক্তব্য: সন্ধ্যা ৭:৪০ থেকে রাত ৭:৫০
নির্দিষ্ট বিষয়ে আলোচনা: রাত ৭:৫০ থেকে ৯:০০
প্রশ্নোত্তর পর্ব: রাত ৯:০০ থেকে ৯:২০
সমাপণী পর্ব: রাত ৯:২০ থেকে ৯:৩০
অংশগ্রহণকারীদের যোগ্যতা:
প্রশিক্ষণার্থী যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের সাংবাদিকতা সম্পর্কে জানা, সাংবাদিকতা করার আগ্রহ আছে ।এছাড়া বাকিদের জন্য উন্মুক্ত থাকবে।
রেজিস্ট্রেশন ফি:
কর্মশালার রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
সার্টিফিকেট:
যে প্রশিক্ষণার্থী তিনটি সেশনে অংশগ্রহণ করবেন তাকে কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
কিভাবে জয়েন করবেন:
জুমের মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। রেজিষ্ট্রেশনের সময় প্রদানকৃত মেইলে জুম মিটিং এর লিংক প্রদান করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৭ টা ২৫ থেকে জুম মিটিং একটিভ থাকবে। সবাই ৭ টা ৩০ মিনিটের মধ্যেই জয়েন করবেন।
কিছু নির্দেশনা:
১. জুম আইডিতে অবশ্যই আপনার ছবি ব্যবহার করবেন।
২. আইডির নামও রেজিস্ট্রেশন সময় দেয়া নাম ব্যবহার করবেন।
৩. কোন কথা বা প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করবেন।
কর্মশালা বিষয়ে কোন জানার বা জয়েনিং এ সমস্যা হলে যোগাযোগ করবেন:
সমন্বয়ক
ইমন মাহমুদ
01931670567