আপন ঘর ফাউন্ডেশন সাধারণ সদস্য ফর্ম
"আপন ঘর ফাউন্ডেশন" একটি অলাভজনক সংস্থা, যা সমাজ ও পরিবার কর্তৃক অবহেলিত, অসহায়, অনাথ এবং অসুস্থ মানুষদেরকে নিরাপদ, সুরক্ষিত ও নিজ গৃহের মতো একটি আশ্রয়স্থল প্রদান করে। "আপন ঘর" এর লক্ষ্য এই সব মানুষদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং কর্মক্ষম করে গড়ে তোল এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টি অর্জন করা। যদি আপনি এই মহৎ কাজে অংশ নিতে চান এবং মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে এগিয়ে আসতে আগ্রহী হন, তবে দয়া করে ফর্মটি পূরণ করে স্বাক্ষরসহ এবং মাসিক চাদা সহ জমা দিন।
আপনার সামান্য সহানুভূতিও তাদের জীবনে নতুন আলোর দিশা দিতে পারে।