March 2021
Monthly E-Newsletter
BRAC Kumon Celebrates International Women’s Day
Our Women’s Day was all about the celebration of empowering stories, pouring in heartfelt wishes. We acknowledge & salute all our female colleagues for their contribution & support throughout. |
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ২৬ মার্চ ২০২১, আমাদের মহান মুক্তি সংগ্রামের সুবর্ণজয়ন্তী। রক্তসাগর পাড়ি দেয়ার ৫০তম বার্ষিকীতে পদার্পণ করলো আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যাদের কল্যাণে এই ভূখন্ডের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সক্ষমতা অর্জন করেছি, গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসায় স্বরন করছি সেইসব বীর সেনানী দের।
স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বাধীন মানুষ হওয়া অতিব গুরুত্বপূর্ণ। যার অনুশীলন শুরু হয় ছোটবেলা থেকেই। কুমন মেথড প্রতিটি শিশুকে অনুধাবন করতে সাহায্য করে স্বাধীন চিন্তা চেতনা, সিদ্ধান্ত ও জীবন পরিকল্পনার গুরুত্ব। মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে তাদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ; এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিভা তুলে ধরা হল। |
ঘরে বসেই তাইকোন্ডো চ্যাম্পিয়নসিপের বিজেতা মাহদিয়াত সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন কতৃক আয়োজিত Mujib Borsho 1st Bsngladesh Taekwondo Club Poomsae Championship 2020- এ সিলভার পদক অর্জন করে আমাদের কুমন ধানমন্ডি সেন্টারের শিক্ষার্থী মাহদিয়াত ইমাম। এর পর পরই Bangladesh Virtual Open Taekwondo Poomsae Championship 2020 -ও একই সম্মাননা অর্জন করে। এই দুইটি ইভেন্টই হয়েছে অনলাইনে।
এছাড়াও ২০২১ -এ এসে HEROES TAEKWONDO INTERNATIONAL LEAGUE- 2021 অংশগ্রহণ করে সর্বোচ্চ সম্মাননা গোল্ড পদক বিজেতা হয়।
ব্র্যাক কুমন লিমিটেড-এর পক্ষ থেকে মাহদিয়াতের জন্য অনেক শুভকামনা। |
যোবায়েরের কণ্ঠে 'স্বাধীনতার সুখ' স্বাধীনতা দিবসে কবি রজনীকান্ত সেনের লেখা কবিতা আবৃত্তি করে আমাদের পাঠিয়েছে কুমনের ক্ষুদে শিক্ষার্থী যোবায়ের আল মুস্তফা
|
Kumon Student from Canada Found Passion Being a good human being is mandatory besides being educated. Kumon helps students to find their true potential, maximizing that potential and ultimately being the best version of themselves who dedicates themselves to the greater good of the community.
Meet Keshav from Ottawa Ontario, a Kumon student who found his interest in cooking and feeding the homeless people of Ontario.
|
How Kumon Ensures ‘SELF-LEARNING’? Kumon Methodology - এর প্রধান ভূমিকা পালন করে Kumon-এর ওয়ার্কশীট। প্রতিটি Level এর Worksheet আলাদা ধরণের। প্রতিটি বাচ্চা তাদের নিজস্ব দক্ষতা অনুযায়ী ওয়ার্কশীট বোঝে। আমরা নিজেরা যখন ওয়ার্কশীট করি তখন অনুভব করি যে একটা অংক কতভাবে বুঝে করা যেতে পারে। প্রতিটি বাচ্চাও একইভাবে অনুভব করে।
যখন বাচ্চারা নতুন কোনো Level শুরু করে তখন ওয়ার্কশীটে Hint দেয়া থাকে। বাচ্চারা Hint গুলোকে নিজেদের মতো করে বুঝে নিয়ে অংক করতে থাকে। প্রতিটি বাচ্চার Hint বোঝার ক্ষমতা আলাদা। কখনও এই Hint বুঝতে ১০ মিনিট, আবার অনেক সময় ২০ মিনিটও লেগে যায়। আবার কিছু কিছু বাচ্চা আছে যাদের এই Hint বোঝার জন্য অন্য একটি Hint দিতে হয়। বাচ্চার বোঝার ক্ষমতার উপর নির্ভর করে তাদের বোঝানো উচিত। একইভাবে সব বাচ্চাকে একই Hint বোঝানোর জন্য কোন Pressure দেয়া যাবে না। কোন বাচ্চা যদি Hint বুঝতে না পারে, তাকে বারবার সুযোগ দিতে হবে। এভাবে বাচ্চাদের নিজে থেকে বোঝার সুযোগ করে দিলে তাদের কাছে গণিত সহজ মনে হবে এবং কুমন শেখার প্রতি তাদের আগ্রহও বাড়বে।
-জয়শ্রী সন্ন্যাসী ট্রেইনি ইন্সট্রাক্টর, কুমন উত্তরা সেন্টার |
|
FIND US ON
| BRAC Kumon Ltd. - Head Office Siddique Tower, House - 49,Gulshan Avenue, Mohakhali, Dhaka Contact: 01313407389 |
|
| Kumon Dhanmondi Center House - 08, Road - 14, Dhanmondi, Dhaka Contact: 01313407599 | Kumon Uttara Center House- 54, Road- 13, Sector-3, Uttara, Dhaka Contact: 01313407398 |
For more information or to request more information about BRAC Kumon Ltd., please visit www.brac-kumon.com.bd
Copyright © 2020 BRAC Kumon Ltd., All rights reserved.
|