আশা করি সবাই ভাল আছেন। আমি এখানে নতুন তাই আমার ভুল হলে ক্ষমা করবেন আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে কোন সাইডে পোষ্ট লিখতে হয় এবং খুব সহজে। আপনারা নিশ্চয় google docs এর কথা জানেন আমি আজ তার সাখে পরিচয় করিয়ে দিবো এটা আর কিছুই নয় আপনি প্রথমে আপনার যে কোন ব্রাউজার দিয়ে গুগোলে সার্চ দিন google docs এর পর প্রথম যে নির্দেশনা আসবে সেখানে ব্রাউজ করেন দেথবেন এমন একটি পেজ আসবে ইচ্ছে করলে আপনার এখান ও ঘুরে আসতে পারেন।
তার পর ক্রিয়েট এ ক্লিক করেন। দেখবেন নিচের মত ছবি আসবে এরপর এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল যে কোন টা দিয়ে আপনি এটার কাজ করতে পারবেন।
যাই হোক ডকুমেন্টে ক্লিক করুন আর দেখুন একে বারে মাইক্রেসফ ওর্য়াড এর মত একে বারে আপনার কাংখিত পেজ চলে এসছে। এবার আপনি আপনার ইচ্ছে মত লিখুন আর পাবলিষ্ট করুন। কিন্তু কথা হইল এখানে আবার যে কোন যাইগায় পেষ্ট করতে পারবেন না কারন এখানে শুধু কোন কাংথিত ওয়েব সাইড ছাড়া পেষ্ট করা যাইবে না এবং এখান থেকে আপনি যে কোন ধরনের এডিটিং করতে পারবেন। এই লেখাটা শেয়ার করার জন্য নিচের ছবিটা দেখুন।
এবার আপনি এটা সেফ রাখেন এবং আপিন যেখানে কাজ করবেন সেখানে এই লিংক জুড়ে দিন।