ফাঁকা আওয়াজ ...!!

ফাঁকা আওয়াজ ...!!

তোলপাড় করে দিতে ইচ্ছে করছে দুনিয়া। পা থেকে রক্তপ্রবাহ মাথার দিকে চরছে। লিটার লিটার নয়, গ্যালন গ্যালন রক্ত, আমায় আস্বস্ত করতে ছোটাছুটি করছে। জানি তাতে জল মেশান অনেকটাই। সব ই আমায় ফাঁকি দেওয়ার প্রয়াস।

এই মুহূর্তে ভ্রুকুটি কুঁচকে । সজা করার কন ইছছেই নেই। না, বর মুখওয়ালা কামেরায় ছবি তুলতে আসলেও "আর চোখে"  তাকাব না; সামনাসামনি ছখ রেখে খুজব, অধারে কয়টা চোখ আমায় দেখছে? অই যন্ত্রের পেছনে লুকিয়ে থাকলেও স্পষ্ট চোখ দুটোকেই প্রস্ন ছুঁড়ে দেব তীরের মতো।

এখন চোয়াল শক্ত করে মুখের গড়ন চৌকো করে দেখব, দাঁত গুলো চেপে গুরিয়ে দিতে পারছি কিনা।

রাস্তায় যে কুকুর গুলো চেচাছছে,জেগুল কাদছে-এক্তা হেস্তনেস্ত আজ করেই আসব ওদের সাথে। হয় জন্তুগুলো ঝাপিয়ে পরবে আমার অপর না হয় মুখ ফিরিয়ে সরেই পরবে নিজেদের মতো, পাত্তাই দেবে না আমায়।

জানালার রড শক্ত করে ধরলেই জানি টা উপড়ে আসবে না, ওদের commitment আমার থেকেও অনেক বেশি। বেয়ারা-বোকার দল। দুপাতা সাহিত্য পড়ালেই ঠিক "স্বাধীনতার" স্বাদ পাবে, যেমন আমরা পেয়েছি।

পেয়েছি অবস্য অনেক কিছুই আম্রা,অস্বিকার করা যায় না।

অই অবধি...।

ঘর থেকে বাইরের আকাশ দেখা যায় ওইটুকুই মাত্র...। ওতে থুতু ছুঁড়লে  ও ফেরত দেবেই ।

আরও ইচ্ছে করছে। ইচ্ছে টা বেরেই চলেছে।

ইচ্ছে করছে তোলপাড় করি দুনিয়া।

তবু আমি প্রলয় নৃত্য করলে কিছু দরশকের মনরঞ্জন হবে আর বেশ কিছু সমালোচনা করবে। যেমনটা তারা করে আসে, তাতে মধ্যরাতের ঘুম নস্ত হবে না ৯৯% এর ই ।

তবে কি করা যায়?

ইচ্ছে করছে দউরে গিয়ে পৌছাই কফি হাউসে ।

এক্তা থান ইট নিএ দরজা ভাঙ্গি। নাহ, এটা সকাল হলে আমিও ভদ্রলকের মতই চুপচাপ প্রবেশ করতাম,কিন্তু এই মাঝ্রাতে আমার তামাশা করতে ইচ্ছে করছে।

ইচ্ছে করছে হুকুম দিএ এখুনি সভা দেকে বসি বিজ্ঞের মতন।তারপর প্রত্যেক আঁতেল দের গা ঘেঁসে বসে তাদের "ঘা" টা একটু চুলকে দিএ আসি। কমরের ভাঁজে নখ এর খোঁচা মেরে সিহরন তুলি, দেহে মুখে তাদের বিরক্তি টা আমি দেখতে চাই। আর জত বই-খাতা আমার দেখা হয় নি সব টান মেরে ফেলে একটা আগুন দিএ আসি। অই আগুনের একটু আমি নিএ cigarette ধরিএ খিক খিক করে হাসব।

বলি তাদের-এত তো কবিতা,উপন্যাস , বাস্তব তো অনেক পরলে, একটু অজ্ঞ হএ দেখাও না, অভদ্র বোকাচোদা হএ দেখাও না। ভান কর না, সত্যি পারলে আমার সাথে এসো। চলে যাওয়ার সময় দেকেছ যদি পেছন থেকে তবে আমার অভিশাপেই যেন মৃত্যু ঘতে তোমার; কারন তোমার সাথে তর্কে আমার ভয় আছে।

আবার নতুন করে স্তুপ গোড় বরং তোমরা, সক্রেতিস এর বিচার বরং তোমরাই কর বসে।

এরপর তিন দিন পা রাখব না বারির বাইরে, স্বাভাবিক হতে ভয় আছে আমার। রেগে গেলে ভালবাসতেও পার তোমাকে, তবে স্বাভাবিক এ আমি খুব ই নাতুকে, ভান করি বেশি।

এরপর জানি কানাকানিও হবে, হাততালি দেবে দু-একজন, আমি কিন্তু ঘরে বসে tom and jerry দেখব; শুকতারার চেয়ে অইতেই আমার বেশি ভাল লাগে ।

খিলখিল আওয়াজ টা তোমাদের কানে বড় বোকা বোকা ঠেকে নয়? কোণ চেপে হাসতে আমিও পারি,দেখাব,আয়নায়। সামনাসামনি  নয়।

উফ! যে দুত আঙুল প্রদীপ জালাতে গিয়ে পুরে গেল পেন ধরতে বড় কষ্ট হচ্ছে তাতে। প্রথমটায় পারছিলাম ই না । এখন অগুলতে ব্যাথা নেই, অরা বুঝে গেছে আমার কাছে আদর পাবে না,লাভ নেই ককিয়ে । লাভ ছাড়া আমি কেন, আমার মাথার চুল ও একটা হাওয়ায় উড়বে না। কি জানি! হাওয়ার সাথে কিছু যোগসাজশ আছে হয়ত ওর।

ওদের প্রেম-তেম আমি বুঝি না। ইট- বালি -সুরকি দেখে পর্দার প্রেম আমার আসে না।

আসে। আমার ও আসে...।

বৃষ্টি পরলে একটু ন্যাকামি করতে ইচ্ছে করে। একটু melody কানে আসতে চায়। চাপা পরে যায় "অস্বতিগুলো"। তখন আর সমালোচনা করতে ইচ্ছে করে না। আমার কখনই ইচ্ছে করে না। তখন আমার অবাক হতে ইচ্ছে করে,ভ্যাবাচ্যাকা খেতে ইচ্ছে করে। জল হতে ইচ্ছে করে। রাগ টাকে একটা গান শোনালেই কিমবা একটা ফুল দিলেই "লজ্জা" পেয়ে যায়। অকে আর খুঁজে পাওয়া যায় না।

ওর এই স্বভাব।

মাঝে মাঝে ও একটা পাগলামি করে বসে......।