আপেল বাগানের কবিতাগুচ্ছ

[১]

বেগনি পাহাড় থেকে নেমে

আসছেন ঈথার দেওতা।

বৌদ্ধ-মঠ ছুঁয়ে থাকা মেঘ সম্বল।

এবার বাণিজ্য-পোত পূর্ব-সাগরে।

প্রথমতঃ গল্প বলা,অতঃপর কাম-

এভাবেই অশ্রু হয় প্রকৃত স্ফটিক।

[২]

এভাবেই মেনে নেওয়া যাক।

ভুলে যেতে হয় বলে

পাহাড়ের পার্শ্বদেশ ছুঁয়ে থাকে নদী।

নিরক্ষীয় গুল্মময় রোমাঞ্চ আজানু।

ফটোগ্রাফারের সাধে সাদা-কালো দিন।

ঠিক যেমনটি ঘুমে

কাল রাতে হারিয়েছে চার্লি চ্যাপলিন।

[৩]

এইখানে অরণ্য বুনেছে

গাণিতিক মায়ার প্রলাপ।

এইখানে রাত্রি ছোঁয় ধুলোর পাঁজর।

বাচাল যন্ত্রণা খেলে,পাঁজরে ফাটল-

কান্না আসে,কান্না যায়

-দিগন্তে মাদল।

[৪] দেওয়ালে এলিজি রাখা,বেশ কিছু

বজ্র-বিদ্যুত ও।

হাওয়ার মাস্তুল বেয়ে নেমে আসে

মৃত সব তারা।

এ শহর আসলেই হৃদয় চেনেনি।

গহন মারীর রঙে এঁকেছে গোধূলি।

তবু দেখো শহরের বাঁশিঅলা জানে,

কিভাবে গর্ভ নেয় আপেল-সুন্দরী।

[৫]

বেয়াদপ শব্দেরা জানে

কবিতা ও লেখা শেষ হলে,

জায়গা নেবে অর্বাচীন খেলা-

শুধুমাত্র শব্দ-বিভ্রমে।