সূচিপত্রঃ
দুটি কবিতা
শ্রীজা ভট্টাচার্য
সেপিয়া ছবিগুলিতে ঘুমচ্ছি
চিন্তামগ্ন আর্টিস্ট সুইচ অফ করলেই
জাহাজ বন্দর,
একটা বাড়ির জানালা বেয়ে চাতাল
সেখানে স্নান করার ব্যবস্থা আছে।
অন করলেই
সুঠামরা বলে ye rishta kya kehelata hai?
অফ করলেই বিদেশি মেয়েটা ক্লে মডেলিং করতে করতে
আমার শরীরে আলো বোলালো।
বলল, পেছন থেকে জড়িয়ে ধরে
হাতের কাদা ধুয়ে দে।।
দুটো ব্যাঙ ধরে এনে বিয়ে দেওয়া হল
বৃষ্টিও এসেছিল
আনন্দে ডেকে উঠল তারা
--একই রকম আওয়াজে!!
মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
সমস্ত ট্রাম লাইন উপড়ে নিয়ে গ্যাছে।
শহর-শরীর জুড়ে চেরা দাগ।
সে রাতে দাদুকে স্বপ্ন দেখলাম;
ভিস্তির পোষাক প’রে
চেরা দাগে
জল ঢালছে।
মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
বাবা বলতো এই শহরের নীচে আর একটা শহরআছে।
আমি বহু দিন মাটিতে কান পেতে ছিলাম;
মাথার ভেতরকার শব্দ বাদ দিলে,
কিছুই শুনতে পেতাম না।
একদিন অনেক রাত্রে
বাবার বুকে মাথা রাখলাম;
বুঝতে পারলাম, এতোদিন ভুল জায়গায় কানপেতেছি।
মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
মনে হয় মার চোখে পাতা নেই মাছেদের মতো
আমার পড়ার স্বর মায়ের গলার কাছে সার বেঁধে এসে দাঁড়িয়েছে
এঁটো ভাত গন্ধ ছাড়ে
আরশোলা হেঁটে এসে দেখে
তার মতো এক প্রাণী, বিবর্তন হয় নি কখনো
একা জেগে বসে আছে
কখন ছেলের পড়া হবে