বায়োডাটা/সিভি ফরম্যাট

১৪/০৬/২০২৫ খ্রি.

বরাবর,

পরিচালক,

[কোম্পানির ঠিকানা]

বিষয়: “অফিস কর্মকর্তা" পদে নিয়োগের জন্য আবেদন।

মহোদয়,

যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৪ জুন, ২০২৫ ইং তারিখে প্রকাশিত “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে “অফিস কর্মকর্তা" পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী হিসাবে আপনার অবগতির জন্য নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাদি পেশ করলাম।

০১। নাম: শারমিন ইসলাম

০২। পিতার নাম: ইউসুফ মধিক।

০৩। মাতার নাম: শাহীনুর আক্তার।

০৪। স্থায়ী ঠিকানা: গ্রাম ও পোস্ট - [গ্রাম ও পোস্ট], উপজেলা - [উপজেলা], জেলা- [জেলা]

০৫। বর্তমান ঠিকানা: গ্রাম ও পোস্ট- [গ্রাম ও পোস্ট], উপজেলা - [উপজেলা], জেলা- [জেলা]

০৬। জন্ম তারিখ: ২২/০৫/১৯৮৮ ইং।

০৭। জাতীয়তা: বাংলাদেশী।

০৮। ধর্ম: [ধর্ম]

০৯। মোবাইল নং: ০১৯৯০০০০০০০

১০। শিক্ষাগত যোগ্যতা:

ক্রমিক নং

পরীক্ষার নাম

শাখা

সন

বিভাগ/জিপিএ

বোর্ড/বিশ্ববিদ্যালয়

এস.এস.সি

বিজ্ঞান

২০০৯

৩.০৬

ঢাকা

এইচ.এস.সি

ব্যবসায় শিক্ষা

২০১০

৩.৭৫

ঢাকা

বি.বি.এস (সম্মান)

ব্যবস্থাপনা

২০১১

প্রথম বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয়

এম.বি.এস

ব্যবস্থাপনা

২০১৬

প্রথম বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয়

১১। কম্পিউটার প্রশিক্ষণ: [যদি থাকে উল্লেখ করুন]

১২। অভিজ্ঞতা: [যদি থাকে উল্লেখ করুন]

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিবেচনা করে আমাকে আমার প্রার্থীতা নির্ধারণে সুযোগ দানে সহায়তা করার মর্জি হয়।

বিনীত নিবেদিকা

(শারমিন ইসলাম)

সংযুক্তি:

০১। সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি।

০২। পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি ছবি।

০৩। ৫০০/- টাকার ডি.ডি নং- 12345678/01, অগ্রণী ব্যাংক, [শাখা]।