Published using Google Docs
8 E
Updated automatically every 5 minutes

এ :

Contents

এলাকা : স্থান, এলাকা ও অবস্থান সম্পর্কিত আয়াত সমূহ :

লূত জাতির ধ্বংসের স্থান :

এসে গেছে :

এতিম :

এমনটিই হবে (আল্লাহর ক্ষমতার বহি:প্রকাশ)

একজনের অপরাধের কারণে আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না :

একাকী :

অসৎ কাজের পন্থাগুলো এবং পথভ্রষ্টতা প্রাচীন কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত একই রয়েছে :

একাকী :

একাকী ও নি:সঙ্গ অবস্থায় আল্লাহর নিকট হাজির হতে হবে :

একনায়কতন্ত্র কি ইসলামে জায়েজ ?

হ্যাঁ এই অর্থে জায়েজ, যে আইন বিধান চলবে একমাত্র আল্লাহর, আর কারো নয় :

জাব্বারিন : প্রবল পরাক্রান্ত একনায়কতান্ত্রিক জাতির কর্মকান্ড :

এলাকা : স্থান, এলাকা  অবস্থান সম্পর্কিত আয়াত সমূহ :

                                                                 আরো দেখুন : স্থান

লূত জাতির ধ্বংসের স্থান :

(১৫:৭৬) সেই এলাকাটি (যেখানে এটা ঘটেছিল) লোক চলাচলের পথের পাশে অবস্থিত৷

( অর্থাৎ হেজায থেকে সিরিয়া এবং ইরাক থেকে মিসর যাবার পথে এই ধবংসপ্রাপ্ত এলাকটি পড়ে । সাধারণত বাণিজ্য যাত্রীদল এ ধ্বংসের নিদর্শনগুলো দেখে থাকে । আজো সমগ্র এলাকা জুড়ে এ ধবংসাবশেষগুলো ছড়িয়ে আছে । এ এলাকাটির অবস্থান লূত সাগরের পূর্বে ও দক্ষিণে । বিশেষ করে এর দক্ষিণ অংশ সম্পর্কে ভূগোলবিদগণের বর্ণনা হচ্ছে , এ এলাকাটি এত বেশী বিধ্বস্ত যার নজীর দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না । )

এসে গেছে :

(১৬:১) এসে গেছে আল্লাহর ফায়সালা৷ এখন আর একে ত্বরান্বিত করতে বলো না।

এতিম :

ইয়াতীমের সম্পত্তির ধারে কাছে যেয়ো না, তবে হ্যাঁ সুদপায়ে, যে পর্যন্ত না সে বয়োপ্রাপ্ত হয়ে যায়৷- (১৭:৩৪)

(1) এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। (Al-An'aam: 152)

২:২২০ ৪:২, ৩, ৫, ৬ (এতিমদের সম্পদ থেকে ভরণপাষণকারী গরীব হলে খেতে পারে, ৯, ১০, ৪:৩৬, ১২৭ (এতিম ময়ে), ৬:১৫১,  

এমনটিই হবে (আল্লাহর ক্ষমতার বহি:প্রকাশ)

(১৯:৯) জবাব এলো, ”এমনটিই হবে” তোমার রব বলেন, এ (অর্থাৎ : বৃদ্ধা ও বন্ধ্যা দম্পতিকে সন্তান দান করা) তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র, এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না

(১৯:২১) ফেরেশতা বললো, “এমনটিই হবে, তোমার রব বলেন, এমনটি করা (অর্থাৎ কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই একজন মায়ের গর্ভে সন্তান দান করা)  আমার জন্য অতি সহজ

একজনের অপরাধের কারণে আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না :

২:১৩৪, ১৪১, ৫:১০৫, (একে অপরের বোঝা বহন করবেনা, ৬:১৬৪)

একাকী :

অসৎ কাজের পন্থাগুলো এবং পথভ্রষ্টতা প্রাচীন কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত একই রয়েছে :

(মু’মিনুন:৮১) কিন্তু তারা সে একই কথা বলে যা তাদের পূর্বের লোকেরা বলেছিল৷  

একাকী :

একাকী  নি:সঙ্গ অবস্থায় আল্লাহর নিকট হাজির হতে হবে :

৬:৯৪,

(১৯:৮০) সে সাজসরঞ্জাম ও জনবলের কথা এ ব্যক্তি বলছে তা সব আমার কাছেই থেকে যাবে এবং সে একাকী আমার সামনে হাযির হয়ে যাবে৷

(১৯:৯৫) সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তাঁর সামনে আসবে৷

একনায়কতন্ত্র কি ইসলামে জায়েজ ?

হ্যাঁ এই অর্থে জায়েজ, যে আইন বিধান চলবে একমাত্র আল্লাহর, আর কারো নয় :

(২০:৫০) মূসা জবাব দিল, “আমাদের রব তিনি  যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন৷

জাব্বারিন : প্রবল পরাক্রান্ত একনায়কতান্ত্রিক জাতির কর্মকান্ড :

(২৬.শুআরা:১৩০) আর যখন কারো ওপর হাত ওঠাও প্রবল এক নায়ক হয়ে হাত ওঠাও৷

(বিস্তারিত : ন > নবীদের জীবনের ঘটনা বলী > হযরত হুদ আ: (আদ জাতি)  )