এ :
Contents
এলাকা : স্থান, এলাকা ও অবস্থান সম্পর্কিত আয়াত সমূহ :
এমনটিই হবে (আল্লাহর ক্ষমতার বহি:প্রকাশ)
একজনের অপরাধের কারণে আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না :
অসৎ কাজের পন্থাগুলো এবং পথভ্রষ্টতা প্রাচীন কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত একই রয়েছে :
একাকী ও নি:সঙ্গ অবস্থায় আল্লাহর নিকট হাজির হতে হবে :
একনায়কতন্ত্র কি ইসলামে জায়েজ ?
হ্যাঁ এই অর্থে জায়েজ, যে আইন বিধান চলবে একমাত্র আল্লাহর, আর কারো নয় :
জাব্বারিন : প্রবল পরাক্রান্ত একনায়কতান্ত্রিক জাতির কর্মকান্ড :
আরো দেখুন : স্থান
(১৫:৭৬) সেই এলাকাটি (যেখানে এটা ঘটেছিল) লোক চলাচলের পথের পাশে অবস্থিত৷
( অর্থাৎ হেজায থেকে সিরিয়া এবং ইরাক থেকে মিসর যাবার পথে এই ধবংসপ্রাপ্ত এলাকটি পড়ে । সাধারণত বাণিজ্য যাত্রীদল এ ধ্বংসের নিদর্শনগুলো দেখে থাকে । আজো সমগ্র এলাকা জুড়ে এ ধবংসাবশেষগুলো ছড়িয়ে আছে । এ এলাকাটির অবস্থান লূত সাগরের পূর্বে ও দক্ষিণে । বিশেষ করে এর দক্ষিণ অংশ সম্পর্কে ভূগোলবিদগণের বর্ণনা হচ্ছে , এ এলাকাটি এত বেশী বিধ্বস্ত যার নজীর দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না । )
(১৬:১) এসে গেছে আল্লাহর ফায়সালা৷ এখন আর একে ত্বরান্বিত করতে বলো না।
ইয়াতীমের সম্পত্তির ধারে কাছে যেয়ো না, তবে হ্যাঁ সুদপায়ে, যে পর্যন্ত না সে বয়োপ্রাপ্ত হয়ে যায়৷- (১৭:৩৪)
(1) এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। (Al-An'aam: 152)
২:২২০ ৪:২, ৩, ৫, ৬ (এতিমদের সম্পদ থেকে ভরণপাষণকারী গরীব হলে খেতে পারে, ৯, ১০, ৪:৩৬, ১২৭ (এতিম ময়ে), ৬:১৫১,
(১৯:৯) জবাব এলো, ”এমনটিই হবে” তোমার রব বলেন, এ (অর্থাৎ : বৃদ্ধা ও বন্ধ্যা দম্পতিকে সন্তান দান করা) তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র, এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না।
(১৯:২১) ফেরেশতা বললো, “এমনটিই হবে, তোমার রব বলেন, এমনটি করা (অর্থাৎ কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই একজন মায়ের গর্ভে সন্তান দান করা) আমার জন্য অতি সহজ
২:১৩৪, ১৪১, ৫:১০৫, (একে অপরের বোঝা বহন করবেনা, ৬:১৬৪)
(মু’মিনুন:৮১) কিন্তু তারা সে একই কথা বলে যা তাদের পূর্বের লোকেরা বলেছিল৷
৬:৯৪,
(১৯:৮০) সে সাজসরঞ্জাম ও জনবলের কথা এ ব্যক্তি বলছে তা সব আমার কাছেই থেকে যাবে এবং সে একাকী আমার সামনে হাযির হয়ে যাবে৷
(১৯:৯৫) সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তাঁর সামনে আসবে৷
(২০:৫০) মূসা জবাব দিল, “আমাদের রব তিনি যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন৷
(২৬.শুআরা:১৩০) আর যখন কারো ওপর হাত ওঠাও প্রবল এক নায়ক হয়ে হাত ওঠাও৷
(বিস্তারিত : ন > নবীদের জীবনের ঘটনা বলী > হযরত হুদ আ: (আদ জাতি) )