Published using Google Docs
36_61 Manush
Updated automatically every 5 minutes

মানুষ :

Contents

মানুষ :        

মানুষ :

toggle(1) এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, (An-Nasr: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(2) যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ কর, যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি। তুমি মানুষের সাথে কথা বলতে কোলে থাকতেও এবং পরিণত বয়সেও এবং যখন আমি তোমাকে গ্রন্থ, প্রগাঢ় জ্ঞান, তওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছি এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখীর প্রতিকৃতির মত প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফুঁ দিতে; ফলে তা আমার আদেশে পাখী হয়ে যেত এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্টরোগীকে নিরাময় করে দিতে এবং যখন আমি বনী-ইসরাঈলকে তোমা থেকে নিবৃত্ত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের ছিল, তারা বললঃ এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। (Al-Maaida: 110) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(3) আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থীতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসসমূকে, হারাম কোরবানীর জন্তুকে ও যাদের গলায় আবরণ রয়েছে। এর কারণ এই যে, যাতে তোমরা জেনে নাও যে, আল্লাহ নভোমন্ডল ও ভুমন্ডলের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী। (Al-Maaida: 97) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(4) আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না। (Al-Maaida: 82) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(5) হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। (Al-Maaida: 67) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(6) আর আমি আদেশ করছি যে, আপনি তাদের পারস্পরিক ব্যাপারাদিতে আল্লাহ যা নাযিল করেছেন তদনুযায়ী ফয়সালা করুন; তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এবং তাদের থেকে সতর্ক থাকুন-যেন তারা আপনাকে এমন কোন নির্দেশ থেকে বিচ্যুত না করে, যা আল্লাহ আপনার প্রতি নাযিল করেছেন। অনন্তর যদি তার মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে নিন, আল্লাহ তাদেরকে তাদের গোনাহের কিছু শাস্তি দিতেই চেয়েছেন। মানুষের মধ্যে অনেকেই নাফরমান। (Al-Maaida: 49) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(7) আমি তওরাত অবর্তীর্ন করেছি। এতে হেদায়াত ও আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ ও আলেমরা এর মাধ্যমে ইহুদীদেরকে ফয়সালা দিতেন। কেননা, তাদেরকে এ খোদায়ী গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেয়া হয়েছিল এবং তাঁরা এর রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। অতএব, তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় কর এবং আমার আয়াত সমূহের বিনিময়ে স্বল্পমূল্যে গ্রহণ করো না, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের। (Al-Maaida: 44) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(8) এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে। (Al-Maaida: 32) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(9) ইহুদী ও খ্রীষ্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন? বরং তোমারও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। (Al-Maaida: 18) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(10) এটা এ কারণে যে, তাদের কাছে তাদের রসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলীসহ আগমন করলে তারা বলতঃ মানুষই কি আমাদেরকে পথপ্রদর্শন করবে? অতঃপর তারা কাফের হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। (At-Taghaabun: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(11) মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে। (At-Tahrim: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(12) তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। অতএব, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। (Al-Mujaadila: 16) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(13) আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্ব দ্রষ্টা! (Al-Hajj: 75) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(14) তিনিই তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনিই তোমাদেরকে মৃত্যুদান করবেন ও পুনরায় জীবিত করবেন। নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ। (Al-Hajj: 66) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(15) তুমি কি দেখ না যে, ভূপৃষ্টে যা আছে এবং সমুদ্রে চলমান নৌকা তৎসমুদয়কে আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন এবং তিনি আকাশ স্থির রাখেন, যাতে তাঁর আদেশ ব্যতীত ভূপৃষ্টে পতিত না হয়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান। (Al-Hajj: 65) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(16) এবং মানুষের মধ্যে হজ্বের জন্যে ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে। (Al-Hajj: 27) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(17) যারা কুফর করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্যে সমভাবে এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোন ধর্মদ্রোহী কাজ করার ইচছা করে, আমি তাদেরকে যন্ত্রানাদায়ক শাস্তি আস্বাদন করাব। (Al-Hajj: 25) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(18) তুমি কি দেখনি যে, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমন্ডলে, যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ। আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন (Al-Hajj: 18) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(19) মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর এবাদত করে। যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, তবে এবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোন পরীক্ষায় পড়ে, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি (Al-Hajj: 11) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(20) কতক মানুষ জ্ঞান; প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। (Al-Hajj: 8) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(21) কতক মানুষ অজ্ঞানতাবশতঃ আল্লাহ সম্পꦣ2503;ক বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। (Al-Hajj: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(22) যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল; অথচ তারা মাতাল নয় বস্তুতঃ আল্লাহর আযাব সুকঠিন। (Al-Hajj: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(23) আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। (An-Noor: 35) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(24) যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে। (Al-Hashr: 21) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(25) তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয়, তখন শয়তান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি বিশ্বপালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। (Al-Hashr: 16) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(26) আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন। (Al-Insaan: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(27) মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। (Al-Insaan: 1) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(28) সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। (Ar-Rahmaan: 39) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(29) তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। (Ar-Rahmaan: 14) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(30) সৃষ্টি করেছেন মানুষ, (Ar-Rahmaan: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(31) যদি কোন কোরআন এমন হত, যার সাহায্যে পাহাড় চলমান হয় অথবা যমীন খন্ডিত হয় অথবা মৃতরা কথা বলে, তবে কি হত? বরং সব কাজ তো আল্লাহর হাতে। ঈমানদাররা কি এ ব্যাপারে নিশ্চিত নয় যে, যদি আল্লাহ চাইতেন, তবে সব মানুষকে সৎপথে পরিচালিত করতেন? কাফেররা তাদের কৃতকর্মের কারণে সব সময় আঘাত পেতে থাকবে অথবা তাদের গৃহের নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে, যে, পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। নিশ্চয় আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। (Ar-Ra'd: 31) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(32) তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। অতঃপর স্রোতধারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী। অতঃপর স্রোতধারা স্ফীত ফেনারাশি উপরে নিয়ে আসে। এবং অলঙ্কার অথবা তৈজসপত্রের জন্যে যে বস্তুকে আগুনে উত্তপ্ত করে, তাতেও তেমনি ফেনারাশি থাকে। এমনি ভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন। অতএব, ফেনা তো শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে, তা জমিতে অবশিষ্ট থাকে। আল্লাহ এমনিভাবে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। (Ar-Ra'd: 17) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(33) এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে। তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতা ও বটে। (Ar-Ra'd: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(34) আলিফ-লাম-মীম-রা; এগুলো কিতাবের আয়াত। যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তা সত্য। কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। (Ar-Ra'd: 1) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(35) নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, অতঃপর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না। (Muhammad: 34) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(36) নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্যে সৎপথ ব্যক্ত হওয়ার পর রসূলের (সঃ) বিরোধিতা করে, তারা আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিবেন তাদের কর্মসমূহকে। (Muhammad: 32) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(37) যারা মুমিন, তারা বলেঃ একটি সূরা নাযিল হয় না কেন? অতঃপর যখন কোন দ্ব্যর্থহীন সূরা নাযিল হয় এবং তাতে জেহাদের উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে রোগ আছে, আপনি তাদেরকে মৃত্যুভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মত আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন। সুতরাং ধ্বংস তাদের জন্যে। (Muhammad: 20) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(38) এটা এ কারণে যে, যারা কাফের, তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী, তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্যে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। (Muhammad: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(39) আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে যে, আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। (Al-Hadid: 25) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(40) যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। (Al-Hadid: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(41) সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। (Az-Zalzala: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(42) এবং মানুষ বলবে, এর কি হল ? (Az-Zalzala: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(43) মানুষ আপনার নিকট ফতোয়া জানতে চায় অতএব, আপনি বলে দিন, আল্লাহ তোমাদিগকে কালালাহ এর মীরাস সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতলে দিচ্ছেন, যদি কোন পুরুষ মারা যায় এবং তার কোন সন্তানাদি না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যাক্ত সম্পত্তির অর্ধেক অংশ এবং সে যদি নিঃসন্তান হয়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তা দুই বোন থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। তোমরা বিভ্রান্ত হবে আল্লাহ তোমাদিগকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন। আর আল্লাহ হচ্ছেন সর্ব বিষয়ে পরিজ্ঞাত। (An-Nisaa: 176) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(44) সুসংবাদদাতা ও ভীতি-প্রদর্শনকারী রসূলগণকে প্রেরণ করেছি, যাতে রসূলগণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মত কোন অবকাশ মানুষের জন্য না থাকে। আল্লাহ প্রবল পরাক্রমশীল, প্রাজ্ঞ। (An-Nisaa: 165) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(45) তাদের অধিকাংশ সলা-পরামর্শ ভাল নয়; কিন্তু যে সলা-পরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎকাজ করতে কিংবা মানুষের মধ্যে সন্ধিস্থাপন কল্পে করতো তা স্বতন্ত্র। যে একাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি তাকে বিরাট ছওয়াব দান করব। (An-Nisaa: 114) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(46) তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন, যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে, যাতে আল্লাহ সম্মত নন। তারা যাকিছু করে, সবই আল্লাহর আয়ত্তাধীণ। (An-Nisaa: 108) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(47) নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। (An-Nisaa: 105) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(48) আপনার যে কল্যাণ হয়, তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয়, সেটা হয় আপনার নিজের কারণে। আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসাবে। আর আল্লাহ সব বিষয়েই যথেষ্ট-সববিষয়ই তাঁর সম্মুখে উপস্থিত। (An-Nisaa: 79) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(49) তুমি কি সেসব লোককে দেখনি, যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, তোমরা নিজেদের হাতকে সংযত রাখ, নামায কায়েম কর এবং যাকাত দিতে থাক? অতঃপর যখন তাদের প্রতি জেহাদের নির্দেশ দেয়া হল, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করল, যেমন করে ভয় করা হয় আল্লাহকে। এমন কি তার চেয়েও অধিক ভয়। আর বলতে লাগল, হায় পালনকর্তা, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলে! আমাদেরকে কেন আরও কিছুকাল অবকাশ দান করলে না। ( হে রসূল) তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত। আর আখেরাত পরহেযগারদের জন্য উত্তম। আর তোমাদের অধিকার একটি সূতা পরিমান ও খর্ব করা হবে না। (An-Nisaa: 77) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(50) নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। আর যখন তোমরা মানুষের কোন বিচার-মীমাংসা করতে আরম্ভ কর, তখন মীমাংসা কর ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী। (An-Nisaa: 58) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(51) নাকি যাকিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে। অবশ্যই আমি ইব্রাহীমের বংশধরদেরকে কিতাব ও হেকমত দান করেছিলাম আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য। (An-Nisaa: 54) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(52) আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষ দুর্বল সৃজিত হয়েছে। (An-Nisaa: 28) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(53) আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল; কিন্তু মানুষ তা বহণ করল। নিশ্চয় সে জালেম-অজ্ঞ। (Al-Ahzaab: 72) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(54) আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। (Al-Ahzaab: 4) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(55) আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা-বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা-কেনা। (Aali Imraan: 187) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(56) আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে। (Aali Imraan: 163) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(57) তোমরা যদি আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না। (Aali Imraan: 140) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(58) এই হলো মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী। (Aali Imraan: 138) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(59) যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। (Aali Imraan: 134) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(60) আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতিত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গযব। ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এজন্যে যে, ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ, ওরা নাফরমানী করেছে এবং সীমা লংঘন করেছে। (Aali Imraan: 112) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(61) এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ?2480;য়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না। আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না। (Aali Imraan: 97) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(62) নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। (Aali Imraan: 96) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(63) এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত। (Aali Imraan: 87) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(64) কোন মানুষকে আল্লাহ কিতাব, হেকমত ও নবুওয়ত দান করার পর সে বলবে যে, ‘তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও’-এটা সম্ভব নয়। বরং তারা বলবে, ‘তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেমন, তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরা ও পড়তে। (Aali Imraan: 79) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(65) মানুষদের মধ্যে যারা ইব্রাহীমের অনুসরণ করেছিল, তারা, আর এই নবী এবং যারা এ নবীর প্রতি ঈমান এনেছে তারা ইব্রাহীমের ঘনিষ্ঠতম-আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। (Aali Imraan: 68) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(66) তিনি বললেন, পরওয়ারদেগার! কেমন করে আমার সন্তান হবে; আমাকে তো কোন মানুষ স্পর্শ করেনি। বললেন এ ভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোন কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে, ‘হয়ে যাওঅমনি তা হয়ে যায়। (Aali Imraan: 47) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(67) যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন। আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। (Aali Imraan: 46) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(68) হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না। (Aali Imraan: 9) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(69) নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী। (Aali Imraan: 4) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(70) আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে এবং বলল যে, আজকের দিনে কোন মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক, অতঃপর যখন সামনাসামনী হল উভয় বাহিনী তখন সে অতি দ্রুত পায়ে পেছনে দিকে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে না-আমি দেখছি, যা তোমরা দেখছ না; আমি ভয় করি আল্লাহকে। আর আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। (Al-Anfaal: 48) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(71) হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের সে কাজের প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো, আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুতঃ তোমরা সবাই তাঁরই নিকট সমবেত হবে। (Al-Anfaal: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(72) খয়রাত ঐ সকল গরীব লোকের জন্যে যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে-জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয়। অজ্ঞ লোকেরা যাঞ্চা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে। তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে। তারা মানুষের কাছে কাকুতি-মিনতি করে ভিক্ষা চায় না। তোমরা যে অর্থ ব্যয় করবে, তা আল্লাহ তাআলা অবশ্যই পরিজ্ঞাত। (Al-Baqara: 273) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(73) তুমি কি সে লোককে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়ীঘরগুলো ভেঙ্গে ছাদের উপর পড়ে ছিল? বলল, কেমন করে আল্লাহ মরনের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন একশ বছর। তারপর তাকে উঠালেন। বললেন, কত কাল এভাবে ছিলে? বলল আমি ছিলাম, একদিন কংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়; বরং তুমি তো একশ বছর ছিলে। এবার চেয়ে দেখ নিজের খাবার ও পানীয়ের দিকে-সেগুলো পচে যায় নি এবং দেখ নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখ যে, আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত হল, তখন বলে উঠল-আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। (Al-Baqara: 259) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(74) তুমি কি তাদেরকে দেখনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন? অথচ তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও। তারপর তাদেরকে জীবিত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী। কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। (Al-Baqara: 243) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(75) আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না মানুষের সাথে কোন আচার আচরণ থেকে পরহেযগারী থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। আল্লাহ সবকিছুই শুনেন ও জানেন। (Al-Baqara: 224) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(76) আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। (Al-Baqara: 221) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(77) তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও, নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্যে নির্দেশ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পার। (Al-Baqara: 219) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(78) সকল মানুষ একই জাতি সত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকরী হিসাবে। আর তাঁদের সাথে অবর্তীণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয়ে মীমাংসা করতে পারেন। বস্তুতঃ কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি; কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেদবশতঃ তারাই করেছে, যারা কিতাব প্রাপ্ত হয়েছিল। অতঃপর আল্লাহ ঈমানদারদেরকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে, যে ব্যাপারে তারা মতভেদ লিপ্ত হয়েছিল। আল্লাহ যাকে ইচ্ছা, সরল পথ বাতলে দেন। (Al-Baqara: 213) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(79) আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। (Al-Baqara: 207) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(80) আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। (Al-Baqara: 195) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(81) তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোন নেকী বা কল্যাণ নেই। অবশ্য নেকী হল আল্লাহকে ভয় করার মধ্যে। আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পার। (Al-Baqara: 189) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(82) রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্নপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরন কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা। অতএব, এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। (Al-Baqara: 187) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(83) রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। (Al-Baqara: 185) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(84) নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাযিল করেছেন, তদ্দ্বারা মৃত যমীনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সবরকম জীব-জন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তাঁরই হুকুমের অধীনে আসমান ও যমীনের মাঝে বিচরণ করে, নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্যে। (Al-Baqara: 164) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(85) নিশ্চয় যারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মৃত্যুবরণ করে, সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগনের এবং সমগ্র মানুষের লানত। (Al-Baqara: 161) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(86) তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু। (Al-Baqara: 160) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(87) নিশ্চয় যারা গোপন করে, আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাযিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও; সে সমস্ত লোকের প্রতিই আল্লাহর অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের ও। (Al-Baqara: 159) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(88) আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আস এবং যেখানেই অবস্থান কর, সেদিকেই মুখ ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্য যারা অবিবেচক, তাদের কথা আলাদা। কাজেই তাদের আপত্তিতে ভীত হয়ো না। আমাকেই ভয় কর। যাতে আমি তোমাদের জন্যে আমার অনুগ্রহ সমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরলপথ প্রাপ্ত হও। (Al-Baqara: 150) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(89) এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়। (Al-Baqara: 143) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(90) যখন আমি কাবা গৃহকে মানুষের জন্যে সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহীমের দাঁড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও এবং আমি ইব্রাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখ। (Al-Baqara: 125) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(91) তারা ঐ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত। সুলায়মান কুফর করেনি; শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যদ্দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানত। (Al-Baqara: 102) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(92) যখন আমি বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতা, আত্নীয়-স্বজন, এতীম ও দীন-দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। (Al-Baqara: 83) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(93) তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভূলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ কর? তবুও কি তোমরা চিন্তা কর না? (Al-Baqara: 44) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(94) আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। (Al-Baqara: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(95) আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। (Al-Baqara: 8) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(96) যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। (Al-Mutaffifin: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(97) এ সকল উদাহরণ আমি মানুষের জন্যে দেই; কিন্তু জ্ঞানীরাই তা বোঝে। (Al-Ankaboot: 43) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(98) কতক লোক বলে, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি; কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয়, তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মত মনে করে। যখন আপনার পালনকর্তার কাছ থেকে কোন সাহায্য আসে তখন তারা বলতে থাকে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্ববাসীর অন্তরে যা আছে, আল্লাহ কি তা সম্যক অবগত নন? (Al-Ankaboot: 10) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(99) আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। (Al-Ankaboot: 8) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(100) মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? (Al-Ankaboot: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(101) আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি। আপনি যদি তাদের কাছে কোন নিদর্শন উপস্থিত করেন, তবে কাফেররা অবশ্যই বলবে, তোমরা সবাই মিথ্যাপন্থী। (Ar-Room: 58) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(102) যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয়, সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। (Ar-Room: 43) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(103) স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে। (Ar-Room: 41) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(104) মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে, অতএব, তারাই দ্বিগুণ লাভ করে। (Ar-Room: 39) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(105) আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোন দুদর্শা পায়, তবে তারা হতাশ হয়ে পড়ে। (Ar-Room: 36) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(106) মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের পালনকর্তাকে আহবান করে তাঁরই অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শিরক করতে থাকে, (Ar-Room: 33) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(107) তুমি একনিষ্ঠ ভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। (Ar-Room: 30) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(108) তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছ। (Ar-Room: 20) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(109) যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। (Ar-Room: 14) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(110) তারা কি তাদের মনে ভেবে দেখে না যে, আল্লাহ নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথরূপে ও নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী। (Ar-Room: 8) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(111) হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। (Al-Inshiqaaq: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(112) হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? (Al-Infitaar: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(113) অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে (An-Naazi'aat: 35) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(114) আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম। (An-Naba: 40) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(115) তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়। (Al-Ma'aarij: 41) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(116) মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে। (Al-Ma'aarij: 19) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(117) অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। (Al-Muminoon: 53) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(118) যদি তোমরা তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে। (Al-Muminoon: 34) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(119) তাঁর সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাতকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললঃ এতো আমাদের মতই একজন মানুষ বৈ নয়। তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে। (Al-Muminoon: 33) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(120) তখন তার সম্প্রদায়ের কাফের-প্রধানরা বলেছিলঃ এ তো তোমাদের মতই একজন মানুষ বৈ নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাযিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। (Al-Muminoon: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(121) আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। (Al-Muminoon: 12) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(122) এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। (Al-Anbiyaa: 93) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(123) সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ, আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব। অতএব আমাকে শীঘ্র করতে বলো না। (Al-Anbiyaa: 37) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(124) আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? (Al-Anbiyaa: 34) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(125) আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর। (Al-Anbiyaa: 7) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(126) তাদের অন্তর থাকে খেলায় মত্ত। জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মত একজন মানুষ; এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার যাদুর কবলে কেন পড়? (Al-Anbiyaa: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(127) মানুষের হিসাব-কিতাবের সময় নিকটবর্তী; অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। (Al-Anbiyaa: 1) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(128) এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এতদ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে, উপাস্য তিনিই-একক; এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা-ভাবনা করে। (Ibrahim: 52) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(129) মানুষকে ঐ দিনের ভয় প্রদর্শন করুন, যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন জালেমরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন, যাতে আমরা আপনার আহবানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তোমরা কি ইতোপূর্বে কসম খেতে না যে, তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না? (Ibrahim: 44) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(130) হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিপথগামী করেছে। অতএব যে আমার অনুসরণ করে, সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। (Ibrahim: 36) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(131) যে সকল বস্তু তোমরা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। (Ibrahim: 34) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(132) সে পালনকর্তার নির্দেশে অহরহ ফল দান করে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্ত বর্ণণা করেন-যাতে তারা চিন্তা-ভাবনা করে। (Ibrahim: 25) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(133) তাদের পয়গম্বর তাদেরকে বলেনঃ আমারাও তোমাদের মত মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা, অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়; ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই। (Ibrahim: 11) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(134) তাদের পয়গম্বরগণ বলেছিলেনঃ আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহবান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতঃ তোমরা তো আমাদের মতই মানুষ! তোমরা আমাদেরকে ঐ উপাস্য থেকে বিরত রাখতে চাও, যার এবাদত আমাদের পিতৃপুরুষগণ করত। অতএব তোমরা কোন সুস্পষ্ট প্রমাণ আনয়ন কর। (Ibrahim: 10) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(135) আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি-যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। (Ibrahim: 1) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(136) আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, অপরের মালিকানাধীন গোলামের যে, কোন কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুযী দিয়েছি। অতএব, সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয়ে কি সমান হয়? সব প্রশংসা আল্লাহর, কিন্তু অনেক মানুষ জানে না। (An-Nahl: 75) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(137) এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। (An-Nahl: 69) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(138) এবং তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন, এবং তারকা দ্বারা ও মানুষ পথের নির্দেশ পায়। (An-Nahl: 16) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(139) বলুনঃ আমি ও তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের ইলাহই একমাত্র ইলাহ। অতএব, যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন, সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরীক না করে। (Al-Kahf: 110) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(140) হেদায়েত আসার পর এ প্রতীক্ষাই শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করতে এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে যে, কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি অথবা কখন আসবে তাদের কাছেআযাব সামনাসামনি। (Al-Kahf: 55) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(141) নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়। (Al-Kahf: 54) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(142) যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উম্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে ছাড়ব না। (Al-Kahf: 47) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(143) তাদের পূর্বে যে সব জ্বিন ও মানুষ গত হয়েছে, তাদের মধ্যে এ ধরনের লোকদের প্রতিও শাস্তিবানী অবধারিত হয়ে গেছে। নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্থ। (Al-Ahqaf: 18) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(144) আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস। অবশেষে সে যখন শক্তি-সামর্থে?480; বয়সে ও চল্লিশ বছরে পৌছেছে, তখন বলতে লাগল, হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান কর, যাতে আমি তোমার নেয়ামতের শোকর করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। (Al-Ahqaf: 15) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(145) যখন মানুষকে হাশরে একত্রিত করা হবে, তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের এবাদত অস্বীকার করবে। (Al-Ahqaf: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(146) আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। (Al-Jaathiya: 26) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(147) এটা মানুষের জন্যে জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। (Al-Jaathiya: 20) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(148) যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি। (Ad-Dukhaan: 11) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(149) শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে। (Az-Zukhruf: 37) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(150) যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশংকা না থাকত, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্যে রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপর তারা চড়ত। (Az-Zukhruf: 33) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(151) তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। (Az-Zukhruf: 15) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(152) কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে কথা বলবেন। কিন্তু ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন, অতঃপর আল্লাহ যা চান, সে তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। (Ash-Shura: 51) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(153) যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি তাদের রক্ষক করে পাঠাইনি। আপনার কর্তব্য কেবল প্রচার করা। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই, তখন সে উল্লসিত, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোন অনিষ্ট ঘটে, তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়। (Ash-Shura: 48) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(154) অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে, যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (Ash-Shura: 42) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(155) মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনিই কার্যনির্বাহী, প্রশংসিত। (Ash-Shura: 28) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(156) আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে। (Fussilat: 51) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(157) মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে। (Fussilat: 49) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(158) কাফেররা বলবে, হে আমাদের পালনকর্তা! যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, যাতে তারা যথেষ্ট অপমানিত হয়। (Fussilat: 29) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(159) আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম, অতঃপর সঙ্গীরা তাদের অগ্র-পশ্চাতের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছিল। তাদের ব্যাপারেও শাস্তির আদেশ বাস্তবায়িত হল, যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববতী জিন ও মানুষের ব্যাপারে। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত। (Fussilat: 25) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(160) বলুন, আমিও তোমাদের মতই মানুষ, আমার প্রতি ওহী আসে যে, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব তাঁর দিকেই সোজা হয়ে থাক এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। আর মুশরিকদের জন্যে রয়েছে দুর্ভোগ, (Fussilat: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(161) তিনিই আল্লাহ যিনি রাত্র সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্যে এবং দিবসকে করেছেন দেখার জন্যে। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। (Ghaafir: 61) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(162) মানুষের সৃষ্টি অপেক্ষা নভোমন্ডল ও ভূ-মন্ডলের সৃষ্টি কঠিনতর। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। (Ghaafir: 57) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(163) মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নেয়ামত দান করি, তখন সে বলে, এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। (Az-Zumar: 49) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(164) আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। (Az-Zumar: 42) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(165) আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাযিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎপথে আসে, সে নিজের কল্যাণের জন্যেই আসে, আর যে পথভ্রষ্ট হয়, সে নিজেরই অনিষ্টের জন্যে পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্যে দায়ী নন। (Az-Zumar: 41) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(166) আমি এ কোরআনে মানুষের জন্যে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি, যাতে তারা অনুধাবন করে; (Az-Zumar: 27) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(167) যখন মানুষকে দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে একাগ্রচিত্তে তার পালনকর্তাকে ডাকে, অতঃপর তিনি যখন তাকে নেয়ামত দান করেন, তখন সে কষ্টের কথা বিস্মৃত হয়ে যায়, যার জন্যে পূর্বে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে; যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। বলুন, তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবনোপভোগ করে নাও। নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভূক্ত। (Az-Zumar: 8) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(168) বলুন, আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। (Saba: 36) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(169) আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যে সুসংবাদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। (Saba: 28) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(170) যারা জ্ঞানপ্রাপ্ত, তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবর্তীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী, প্রশংসার্হ আল্লাহর পথ প্রদর্শন করে। (Saba: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(171) অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (Luqman: 18) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(172) আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। (Luqman: 14) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(173) একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। (Luqman: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(174) সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। আপনি জিজ্ঞেস করুনঃ তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদীকে, না যা উভয় মাদীর পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে, যখন আল্লাহ এ নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশী অত্যচারী কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষন করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে? নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না। (Al-An'aam: 144) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(175) যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেনঃ আগুন হল তোমাদের বাসস্থান। তথায় তোমরা চিরকাল অবস্থান করবে; কিন্তু যখন চাইবেন আল্লাহ। নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। (Al-An'aam: 128) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(176) আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ঐ ব্যক্তির সমতুল্য হতে পারে, যে অন্ধকারে রয়েছে-সেখান থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেয়া হয়েছে। (Al-An'aam: 122) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(177) তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বললঃ আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুনঃ ঐ গ্রন্থ কে নাযিল করেছে, যা মূসা নিয়ে এসেছিল ? যা জ্যোতিবিশেষ এবং মানব মন্ডলীর জন্যে হোদায়েতস্বরূপ, যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্যে প্রকাশ করছ এবং বহুলাংশকে গোপন করছ। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না। আপনি বলে দিনঃ আল্লাহ নাযিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন। (Al-An'aam: 91) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(178) যদি আমি কোন ফেরেশতাকে রসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হত। এতেও ঐ সন্দেহই করত, যা এখন করছে। (Al-An'aam: 9) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(179) অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। (Yusuf: 106) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(180) তারা যখন পিতার কথামত প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তাঁর মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন। কিন্তু অনেক মানুষ অবগত নয়। (Yusuf: 68) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(181) আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয়-আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। (Yusuf: 53) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(182) এর পরেই আসবে একবছর-এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিঙড়াবে। (Yusuf: 49) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(183) তিনি বললেনঃ বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য। (Yusuf: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(184) তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন, তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হল যে, অবশ্যই আমি জাহান্নামকে জ্বিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। (Hud: 119) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(185) আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্তায় পরিনত করতে পারতেন আর তারা বিভিন্ন ভাগে বিভক্ত হতো না। (Hud: 118) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(186) নিশ্চয় ইহার মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখেরাতের আযাবকে ভয় করে। উহা এমন একদিন, যে দিন সব মানুষেই সমবেত হবে, সেদিনটি যে হাযিরের দিন। (Hud: 103) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(187) আর তাঁর কওমের লোকেরা স্বতঃস্ফুর্তভাবে তার (গৃহ) পানে ছুটে আসতে লাগল। পূর্ব থেকেই তারা কু-কর্মে তৎপর ছিল। লূত (আঃ) বললেন-হে আমার কওম, এ আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না, তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নেই। (Hud: 78) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(188) তখন তাঁর কওমের কাফের প্রধানরা বলল আমরা তো আপনাকে আমাদের মত একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না; আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থুল-বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কেন প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমারা মনে করি। (Hud: 27) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(189) আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই; তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয়। (Hud: 9) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(190) আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসতে সমবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তী করবে ঈমান আনার জন্য? (Yunus: 99) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(191) আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কেয়ামত সম্পর্কে? আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন, কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না। (Yunus: 60) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(192) আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। (Yunus: 44) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(193) মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। (Yunus: 38) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(194) পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমনি আমি আসমান থেকে পানি বর্ষন করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে যমীনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এল যা মানুষ ও জীব-জন্তুরা খেয়ে থাকে। এমনকি যমীন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠলো আর যমীনের অধিকর্তারা ভাবতে লাগল, এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এল রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তুপাকার করে দিল যেন কাল ও এখানে কোন আবাদ ছিল না। এমনিভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শণসমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে। (Yunus: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(195) তারপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগল অন্যায় ভাবে। হে মানুষ! শোন, তোমাদের অনাচার তোমাদেরই উপর পড়বে। পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও-অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি বাতলে দেব, যা কিছু তোমরা করতে। (Yunus: 23) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(196) আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদেগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হয়ে যেত; তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত। (Yunus: 19) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(197) আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, শুয়ে বসে, দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোন কষ্টেরই সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেইনি। এমনিভাবে মনঃপুত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে। (Yunus: 12) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(198) আর যদি আল্লাহ তাআলা মানুষকে যথাশীঘ্র অকল্যাণ পৌঁছে দেন যতশীঘ্র তার কামনা করে, তাহলে তাদের আশাই শেষ করে দিতে হত। সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই, আমি তাদেরকে তাদের দুষ্টুমিতে ব্যতিব্যস্ত ছেড়ে দিয়ে রাখি। (Yunus: 11) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(199) মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে, আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমনাদারগণকে যে, তাঁদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাঁদের পালনকর্তার কাছে। কাফেররা বলতে লাগল, নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য যাদুকর। (Yunus: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(200) বলুনঃ যদি আমার পালনকর্তার রহমতের ভান্ডার তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। (Al-Israa: 100) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(201) তারা কি দেখেনি যে, যে আল্লাহ আসমান ও যমিন সৃজিত করেছেন, তিনি তাদের মত মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম? তিনি তাদের জন্যে স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোন সন্দেহ নেই; অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি। (Al-Israa: 99) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(202) আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদের এই উক্তিই মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে, যখন তাদের নিকট আসে হেদায়েত। (Al-Israa: 94) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(203) আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। (Al-Israa: 89) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(204) আমি মানুষকে নেয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দুরে সরে যায়; যখন তাকে কোন অনিষ্ট স্পর্শ করে, তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে। (Al-Israa: 83) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(205) যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে, তখন শুধু আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা আহবান করে থাক তাদেরকে তোমরা বিস্মৃত হয়ে যাও। অতঃপর তিনি যখন তোমাদেরকে স্থলে ভিড়িয়ে উদ্ধার করে নেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। মানুষ বড়ই অকৃতজ্ঞ। (Al-Israa: 67) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(206) এবং স্মরণ করুন, আমি আপনাকে বলে দিয়েছিলাম যে, আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্যে। আমি তাদেরকে ভয় প্রদর্শন করি। কিন্তু এতে তাদের অবাধ্যতাই আরও বৃদ্ধি পায়। (Al-Israa: 60) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(207) আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন যা উত্তম এমন কথাই বলে। শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। (Al-Israa: 53) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(208) আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি। কেয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে। (Al-Israa: 13) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(209) মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়। (Al-Israa: 11) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(210) আমি অনেক জনপদ ধবংস করেছি, যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘর-বাড়ী। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমিই মালিক রয়েছি। (Al-Qasas: 58) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(211) আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছি মানুষের জন্যে জ্ঞানবর্তিকা। হেদায়েত ও রহমত, যাতে তারা স্মরণ রাখে। (Al-Qasas: 43) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(212) অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে, আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। (Al-Qasas: 13) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(213) যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। (An-Naml: 82) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(214) আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। (An-Naml: 73) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(215) সুলায়মানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল। জ্বিন-মানুষ ও পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হল। (An-Naml: 17) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(216) তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। (Ash-Shu'araa: 186) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(217) মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না। (Ash-Shu'araa: 183) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(218) সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর? (Ash-Shu'araa: 165) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(219) তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর। (Ash-Shu'araa: 154) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(220) মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতি পূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না। (Maryam: 67) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(221) মানুষ বলেঃ আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? (Maryam: 66) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(222) যখন আহার কর, পান কর এবং চক্ষু শীতল কর। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখ, তবে বলে দিওঃ আমি আল্লাহর উদ্দেশে রোযা মানত করছি। সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না। (Maryam: 26) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(223) প্রসব বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষ-মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেনঃ হায়, আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে, যেতাম! (Maryam: 23) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(224) সে বললঃ এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্যে সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্যে একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। (Maryam: 21) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(225) সে বললঃ হে আমার পালনকর্তা, আমাকে একটি নির্দশন দিন। তিনি বললেন তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না। (Maryam: 10) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(226) যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমানকাউকে ছেড়ে দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে। (Faatir: 45) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(227) অনুরূপ ভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুস্পদ প্রাণী রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়। (Faatir: 28) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(228) হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত। (Faatir: 15) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(229) হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। (Faatir: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(230) হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দান করে? তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ? (Faatir: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(231) আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন, তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতিত। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। (Faatir: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(232) তদ্দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্যে। (Al-Furqaan: 49) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(233) আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। (Al-Furqaan: 29) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(234) মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। (Yaseen: 77) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(235) পবিত্র তিনি যিনি যমীন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। (Yaseen: 36) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(236) তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। (Yaseen: 15) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(237) অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্নম্ভরিতা বাড়িয়ে দিত। (Al-Jinn: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(238) অথচ আমরা মনে করতাম, মানুষ  জিন কখনও আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। (Al-Jinn: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(239) আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ। (Al-A'raaf: 179) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(240) আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ন কর এবং মানুষকে তাদের দ্রব্যদি কম দিয়ো না এবং ভুপৃষ্টের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হল তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। (Al-A'raaf: 85) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(241) যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব। (Saad: 71) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(242) এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। (Saad: 29) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(243) হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না। তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে, তারা হিসাবদিবসকে ভূলে যায়। (Saad: 26) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(244) তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড। (Al-Qamar: 20) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(245) অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। (At-Taariq: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(246) নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি। (Al-Balad: 4) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(247) যেদিন ভূমন্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে। এটা এমন সমবেত করা, যা আমার জন্যে অতি সহজ। (Qaaf: 44) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(248) যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস। (Qaaf: 42) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(249) আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। (Qaaf: 16) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(250) মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? (Al-Qiyaama: 36) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(251) বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান। (Al-Qiyaama: 14) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(252) সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। (Al-Qiyaama: 13) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(253) সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ? (Al-Qiyaama: 10) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(254) বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় (Al-Qiyaama: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(255) মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? (Al-Qiyaama: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(256) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত (Al-Qaari'a: 4) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(257) আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। (At-Tin: 4) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(258) সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, (Abasa: 34) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(259) মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, (Abasa: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(260) মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! (Abasa: 17) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(261) এবং মানুষ তাই পায়, যা সে করে, (An-Najm: 39) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(262) মানুষ যা চায়, তাই কি পায়? (An-Najm: 24) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(263) জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। (An-Naas: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(264) যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে (An-Naas: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(265) মানুষের মাবুদের (An-Naas: 3) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(266) মানুষের অধিপতির, (An-Naas: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(267) বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, (An-Naas: 1) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(268) নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। (Al-Aadiyaat : 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(269) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; (Al-Asr: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(270) এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? (Al-Fajr: 23) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(271) মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। (Al-Fajr: 15) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(272) মানুষের জন্যে সতর্ককারী। (Al-Muddaththir: 36) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(273) আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়। (Al-Muddaththir: 31) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(274) মানুষকে দগ্ধ করবে। (Al-Muddaththir: 29) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(275) এতো মানুষের উক্তি বৈ নয়। (Al-Muddaththir: 25) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(276) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে, (Al-Alaq: 6) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(277) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (Al-Alaq: 5) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif

toggle(278) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। (Al-Alaq: 2) C:\Program Files\Zekr\res\image\icon\trans16.pngC:\Program Files\Zekr\res\image\icon\audio\player-play16.gif